ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

অর্ণব একই সঙ্গে সংগীতায়োজক ও ভিডিও নির্মাতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
অর্ণব একই সঙ্গে সংগীতায়োজক ও ভিডিও নির্মাতা অর্ণব-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘বজ্রে তোমার বাজে বাঁশি’- রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান নিয়ে তৈরি হচ্ছে একটি মিউজিক ভিডিও। এর সংগীতায়োজন করেছেন অর্ণব, ভিডিও নির্মাতাও তিনিই।

রাজধানীর বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন চলছে। রোববার রাজধানী বসুন্ধরা এলাকার ৩০০ ফুট সড়কে বাসে চড়ে ভিডিওর দৃশ্যধারণ হচ্ছে।  

শনিবার (২৩ এপ্রিল) নিজের ফেসবুক ফ্যানপেজে পুরান ঢাকার বাংলাবাজারে বিউটি বোর্ডিংয়ের সামনে তোলা একটি ছবি পোস্ট করেন অর্ণব। এখানেই তিনি জানান, এটি ইওন্ডার অ্যাপের মিউজিক ভিডিও। পুরান ঢাকায়ও এ ভিডিওর চিত্রায়ন হয়েছে।  

গানটিতে অর্ণবের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন দেশীয় সংগীতাঙ্গনের অনেকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য পান্থ কানাই, বাপ্পা মজুমদার, বালাম, হাবিব, এলিটা, হৃদয় খান, চিরকুট ব্যান্ড, আরমিন মুসা, জুয়েল মোর্শেদ প্রমুখ। অ্যাপটি বাংলাদেশে চালু হবে আগামী ২৮ এপ্রিল।

বাংলাদেশ সময: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।