ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ওয়ান্ডার ওম্যানের মতো সুপারহিরো ‘বিজলী’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ওয়ান্ডার ওম্যানের মতো সুপারহিরো ‘বিজলী’ ববি ও রণবীর-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রযোজক হিসেবে যাত্রা শুরু করলেন চিত্রনায়িকা ববি। তার প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস থেকে তৈরি হচ্ছে ‘বিজলী’।

এতে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনিই। শনিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এর মহরত হয়।  

‘বিজলী’র পরিচালক ইফতেখার চৌধুরীর দাবি, এটা হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সুপারহিরো ছবি। তিনি জানালেন, বলিউডে যেমন ‘কৃষ’-এ সুপারহিরো হৃতিক রোশনের বিশেষ ক্ষমতা দেখেছি। হলিউডে ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যানের মতো অনেক সুপারহিরো আছে, বিজলীও তেমন একটা সুপারহিরো হবে। তার সুপার পাওয়ার আছে। সবাই তার পাওয়ার পেতে উদগ্রীব থাকে। এভাবেই কাহিনি এগোবে।  

পরিচালকের মতে, “আমরা নিয়মিতই নাচ, গান, আইটেম সং দেখি। এতে করে একঘেঁয়েমি চলে এসেছে দর্শকের মধ্যে। এবার একটু পরিবর্তন দরকার। অনেকে ‘বিজলী’র কথা শুনে আমাকে পাগলও বলেছে! এজন্য প্রযোজনা করতে চায়নি। তাদের মতে এই সায়েন্স ফিকশন কেউ বুঝবে না। এটা দিয়ে হবে না। আমার ভাবনার ওপর বিশ্বাস আছে এমন একজনকে চেয়েছিলাম, ববি এগিয়ে এসেছে। আমার অনেক ইচ্ছা বাংলাদেশের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাক। ‘বিজলী’ কানাডা, ওমান, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে আশা করি। বাংলাদেশ যে চলচ্চিত্রে এগিয়েছে তা এ ছবির মাধ্যমে ভিনদেশিদেরকে দেখাতে চাই। এটা সম্ভব। আমাদের কাছে প্রযুক্তি আছে। হয়তো বাজেট অতো নেই, কিন্তু বুদ্ধি তো আছে। ” 

‘বিজলী’র অভিনয়শিল্পী তালিকায় সবচেয়ে বড় চমক ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। তাকে দেখা যাবে ডা. জেরিনা হাসান চরিত্রে। এ ছাড়া ডা. আলম আহমেদের ভূমিকায় ইলিয়াস কাঞ্চন, খলচরিত্রে আহমেদ রুবেল, বিজলীর দাদির চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান। একটি বিশেষ চরিত্রে থাকছেন জাহিদ হাসান। এ ছাড়াও কাজ করবেন শিমুল খান, শিশুশিল্পী আরবাব সানজারা। নৃত্য পরিচালনা করবেন মাসুম বাবুল।  

অনুষ্ঠানে ববিকে শুভকামনা জানাতে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহমান।  

পরিচালক সমিতির মহাসচিব বলেন, ‘ববি প্রযোজনায় এসেছে এটি আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ। আমরা যারা পরিচালনায় আছি তারা প্রযোজক চাই। কারণ প্রযোজক থাকলে পরিচালকের সত্ত্বা বিকশিত হয়। প্রযোজক থাকলে চলচ্চিত্র বিকশিত হয়। চলচ্চিত্রাঙ্গন ও চলচ্চিত্র বাজার জমজমাট হয়। কাজেই আমাদের আরও প্রযোজক দরকার। ’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘প্রযোজক হিসেবে ববির যে অগ্রযাত্রা শুরু হলো, সেটি দীর্ঘায়িত হোক। আরও সুন্দর ছবি সে তৈরি করুক। তার পথ ধরে আরও অনেকেই আসুক চলচ্চিত্র নির্মাণে। ’

বাচসাস সভাপতি বলেন, ‘গত ২০-২৫ দিন ধরে বাংলাদেশে তীব্র দাবদাহ চলছে, খরা চলছে। বৃষ্টি হয়ইনি। আমরা সবাই এখন একটি বিজলীর অপেক্ষায় আছি। যে বিজলীর মাধ্যমে তুমুল বর্ষা হবে। ববির ‘বিজলী’র মাধ্যমে সাফল্যের বর্ষা নামলে আমরা আনন্দিত হবো। ’

‘বিজলী’র মাধ্যমে ববির বিপরীতে রূপালি পর্দায় অভিষেক হচ্ছে কলকাতার ছেলে রণবীরের। তাকে দেখা যাবে রনি চরিত্রে। তিনি বললেন, “আমরা যেরকম প্রযোজক দেখে অভ্যস্ত, অধিকাংশই তারা ব্যবসায়ী হন কিংবা বয়স্ক হন, কিন্তু ববি নবীন হিসেবে একটা পদক্ষেপ নিয়েছেন, প্রযোজনায় এসেছেন এবং ‘বিজলী’র মতো একটা ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছেন, এজন্য তিনি ধন্যবাদ পেতে পারেন। ”

প্রযোজনায় আসা প্রসঙ্গে ববি বলেছেন, “কঠিন নয়, এটাকে আনন্দেরই একটা কাজ মনে করছি। আমি চলচ্চিত্রের মানুষ। পাগলের মতো ভালোবাসার একটা জায়গা থেকে প্রযোজক হয়েছি। ‘বিজলী’ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একেবারেই নতুন একটা কনসেপ্ট। এটা ভালো লাগায় এবং অভিনয়শিল্পীদের সহযোগিতা পাওয়ায় এতো বড় দুঃসাহস করার সাহস দেখালাম। চলচ্চিত্রে দুঃসময় চলছে বলে মন্তব্য অনেকের। তাই বলে তো আমরা একটা জায়গায় থমকে থাকতে পারি না। দুঃসময় কাটিয়ে সুসময় আসবে। ”

বাংলাদেশ সময় : ২১০৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।