ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের আগাম উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
বিয়ের আগাম উপহার বিপাশা বসু ও করণ সিং গ্রোভার

বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভারের বিয়ের সানাই বাজলো বলে! এরই মধ্যে ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে বিয়ের অাগাম উপহার পেতে শুরু করেছেন তারা।

ইনস্টাগ্রামে গত ২৩ এপ্রিল এসব উপহারের ছবি শেয়ার করেছেন বিপাশা।

যেখানে রয়েছে সুদৃশ্য কফি মগ, প্রিন্ট করা কাগজের ব্যাগ, কেস, সাজানো আয়না, ফ্রেম, বালিশ, জুতা, টুপিসহ নানান উপহার সাম্রগী। এগুলো দিয়েছেন তাদের বন্ধু ফিটনেস ট্রেনার ড্যানি পান্ডে ও সুজানে দাধিচ।

ছবির ক্যাপশনে বিপাশা লিখেছেন, ‘দুই বন্ধু চমকে দিয়েছে। বিয়ের আগাম উপহারে ঘর ভরে গেছে! আমি ও করণ ওদের মতো বন্ধু পেয়ে সৌভাগ্যবান। এগুলো আকর্ষণীয় ও আরাধ্য উপহার। সবকিছু মিস্টার অ্যান্ড মিসেসের জন্য। ধন্যবাদ ড্যানি ও সুজানা। ’

আগামী ৩০ এপ্রিল দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বাঙালি রীতিতে বিয়ে করবেন ৩৭ বছর বয়সী বিপাশা ও ৩৪ বছর বয়সী করণ। শুধু পরিবার, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এক হবে তাদের চার হাত। এদিন সকালে থাকছে গায়ে হলুদ। এর আগের দিন মুম্বাইয়ের একটি লাউঞ্জে হবে মেহেদি ও সংগীতানুষ্ঠান।

বিয়ের পর বলিউড তারকাদের জন্য বিপাশা-করণের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না। তাদের বিয়ের পোশাক ডিজাইন করছেন বন্ধু রকি এস। বিপাশা নিজেই সব তদারকি করছেন। সুক্ষ্ম বিষয়েও থাকছে তার নজর। তার চাওয়া বিয়ের সবকিছুতেই চমক থাকুক। তার মা-বাবা কলকাতা থেকে মুম্বাইয়ে পৌঁছেছেন ক’দিন আগে।

এটি হবে করণের তৃতীয় বিয়ে। তিনি এর আগে অভিনেত্রী শ্রদ্ধা নিগাম ও জেনিফার উইঙ্গেটের সঙ্গে ঘর বেঁধেছিলেন। অন্যদিকে বিপাশা প্রেম করেছেন বলিউডের তিন অভিনেতা জন অ্যাব্রাহাম, দিনো মোরেয়া ও হারমান বেওয়েজার সঙ্গে। গত বছর ‘অ্যালোন’ ছবির কাজ করতে গিয়ে বিপাশা ও করণের সখ্য গড়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।