ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

আনুশকার জন্মদিনে বিরাট পরিকল্পনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
আনুশকার জন্মদিনে বিরাট পরিকল্পনা! বিরাট কোহলি ও আনুশকা শর্মা

আরও এক বছর বেড়ে যাচ্ছে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। আগামী ১ মে ২৮তম জন্মদিনের কেক কাটবেন তিনি।

এজন্য প্রেমিক বিরাট কোহলি বিশেষ এক পরিকল্পনা করছেন।

এ বছরের শুরুর দিকে দুই বছরের প্রেমের সম্পর্কের পাট চুকিয়েছিলেন বিরাট-আনুশকা। বিয়ে নিয়ে কিছু সমস্যা হওয়ার কারণে সিদ্ধান্তটি নিয়েছিলেন তারা। তবে সবকিছু ভুলিয়ে নিজেদের সম্পর্ককে আরও একটি সুযোগ দিতে চাইছেন এই জুটি।

গত ৬ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রার একটি ক্লাবে গভীর রাতে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যায় তাদের। এ ছাড়া কিছুদিন আগে অনুষ্ঠিত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের দুর্দান্ত পারফরমেন্সের জন্য অভিনন্দন জানিয়েছেন আনুশকা।

কয়েকদিন আগে ভারতের এই ক্রিকেটার ‌একটি টি-শার্ট পড়েছিলেন যেখানে লেখা ছিলো ‘উই আর অন এ ব্রেক’ অর্থ‍াৎ ‘আমরা একটু বিরতিতে রয়েছি। ’ এরপর থেকে অনেকে ধরে নিচ্ছে, আবারও একে অপরের কাছে ফিরে আসছেন বিরুষ্কা জুটি। এখন দেখার অপেক্ষা প্রেমিকার জন্মদিনের জন্য কি বিশেষ পরিকল্পনা করছেন বিরাট।    

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।