ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

টিকেট ছাড়াই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
টিকেট ছাড়াই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছবি

দেশীয় চলচ্চিত্রের হাওয়া বদলে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ভূমিকা রাখছে। ‘ভালোবাসার রং’ দিয়ে যাত্রা শুরু করে আলোচিত বেশকিছু চলচ্চিত্র উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর মধ্যে ব্যবসাসফল ছবির সংখ্যাই বেশি। এবার এগুলো বিনামূল্যে দেখা যাবে।

দেশের সব ধরনের দর্শককে সুস্থধারার চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তুলতে মাসব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কোমল পানীয় ব্র্যান্ড স্প্রাইট ও জাজ মাল্টিমিডিয়া। রোববার (২৪ এপ্রিল) কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় মিলনায়তন থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ ও স্প্রাইট কর্তৃপক্ষ।

ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান প্ল্যাকার্ড পাবলিসিটির নির্বাহী পরিচালক কামরুজ্জামান সাইফুল জানান, বিভাগীয় শহরগুলোর কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ডিজিটাল প্রজেকশন সিস্টেমের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। কুমিল্লাসহ চট্টগ্রামে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এরপর ১ থেকে ৬ মে সিলেট, ৭ থেকে ১৪ মে খুলনা ও বরিশাল, ১৫ থেকে ২৩ মে রাজশাহী এবং সবশেষে ঢাকা বিভাগে ছবিগুলো দেখানো হবে।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব খান জানান, সুস্থধারার চলচ্চিত্রকে স্বাগত জানাতেই এ আয়োজনে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে প্রেক্ষাগৃহবিমুখ তরুণ প্রজন্মকে দেশীয় ছবির প্রতি আকৃষ্ট করা যাবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।