ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ন্সের সারপ্রাইজ অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
বিয়ন্সের সারপ্রাইজ অ্যালবাম বিয়ন্সে

বলা নেই কওয়া নেই হঠাৎ নতুন অ্যালবাম বের করে বসলেন মার্কিন পপতারকা বিয়ন্সে! নাম ‘লেমোনেড’। এটি প্রকাশিত হয়েছে মিউজিক স্ট্রিমিং সার্ভিস টাইডালে।

রোলিংস্টোন ম্যাগাজিন জানিয়েছে, অ্যালবামটিতে বিয়ন্সের সঙ্গে গেয়েছেন কেন্ড্রিক লামার, জ্যাক হোয়াইট, জেমস ব্লেক ও দ্য উইকেন্ড।  

এটি বিয়ন্সের ষষ্ঠ স্টুডিও অ্যালবাম। এতে গান রয়েছে একডজন। কয়েকটির শিরোনাম হলো ‘প্রে ইউ ক্যাচ মি’, ‘লাভ ড্রট’, ‘ফ্রিডম’ প্রভৃতি। এরই মধ্যে এগুলো সংগীত সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। টেলিগ্রাফে জোনাথান বার্নস্টেইন বলেন, ‘এটি এখন পর্যন্ত বিয়ন্সের সবচেয়ে শক্তিশালী অ্যালবাম। ’

‘লেমোনেড’কে প্রত্যেক নারীর আত্মজ্ঞান ও উতরে ওঠার পথচলাকে ভিত্তি করে কনসেপচুয়াল প্রকল্প হিসেবে উল্লেখ করেছেন বিয়ন্সে। অ্যালবাম প্রকাশের আগে এইচবিও চ্যানেলে ঘণ্টাব্যাপী রহস্য ছড়িয়েছেন ৩৪ বছর বয়সী। ছিলো থ্রিলার ধাঁচের ক্লিপিংস। এতে নিজের শেকড়কে ফিরে দেখেছেন তিনি। পাশাপাশি তুলে ধরা হয়েছে স্ত্রী জাতির প্রতি বিদ্বেষ নিয়ে আবেগপ্রবণ কিছু দিক। এ ছবিতে সেরেনা উইলিয়ামস ও বিয়ন্সের স্বামী জে-জির বিশেষ উপস্থিতি দেখা গেছে।  

গত কয়েক বছরে এইচবিও চ্যানেলে একাধিক প্রামাণ্যচিত্র প্রচারিত হয়েছে বিয়ন্সের। এর মধ্যে অন্যতম ২০১৪ সালে জে-জির সঙ্গে তার দ্বৈত সংগীত সফর নিয়ে সাজানো ‘লাইফ ইজ বাট অ্যা ড্রিম’। তার সর্বশেষ অ্যালবাম ‘বিয়ন্সে’ও এরকম চমক হিসেবে হুট করেই প্রকাশিত হয়েছিলো। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তার ‘ফরমেশন ওয়ার্ল্ড ট্যুর’ শুরু হবে আগামী ২৭ এপ্রিল।  

* ‘লেমোনেড’ অ্যালবামের ট্রেলার :

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।