ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

এলিটা-কিশোরের ‘তুমি আর আমি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এলিটা-কিশোরের ‘তুমি আর আমি’ এলিটা করিম ও কিশোর দাস

ভিন্নধারার গায়কীর জন্য পরিচিতি পেয়েছেন এলিটা করিম। কিশোর দাস এ সময়ের আলোচিত সংগীতশিল্পী।

এই দুই শিল্পীকে এবার পাওয়া যাবে একসঙ্গে, একই অ্যালবামে। তাদের দ্বৈত অ্যালবামের নাম ‘তুমি আর আমি’।

দ্বৈত রোমান্টিক কথার মেলোরক গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। শিরোনামগুলো এমন- ‘এখনও তোমার নামে’, ‘রাতের চেয়ে’, ‘ওপারে তো বইছে বাতাস’, ‘একা বোকা চাঁদ’, ‘একটাই তুমি’ ও ‘এমনই একটা প্রেম’। এগুলো লিখেছেন কবির বকুল ও সোমেশ্বর অলি। সব গানের সুর-সংগীতায়োজন করেছেন কিশোর।

‘তুমি আর আমি প্রসঙ্গে এলিটা বলেন, ‘গানগুলোর মধ্যে এক ধরনের স্মৃতিকাতরতা আছে। কথা-সুর-সংগীত মিলিয়ে একটা ফেলে আসা সুখের আভাস পাওয়া যায়। ধারণা ভুল না হলে গানগুলো শুনে বাংলা গানের নিখাদ শ্রোতারা স্বস্তি পাবেন। সেই কৃতিত্ব শুধুই কিশোরের। আমি হৃদয় থেকে ধন্যবাদ দেই অ্যালবাম সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে। কারণ এমন গানের পূর্ণাঙ্গ প্রকল্প এখন সচরাচর চোখে পড়ে না। ’

কিশোর বলেন, ‘এলিটা আপুর সঙ্গে কাজ করাটা বেশ আনন্দের। কারণ তিনি গানটা ভালো বোঝেন। তবে তার জন্য গান তৈরি করা ও সহশিল্পী হিসেবে গাওয়া বেশ চ্যালেঞ্জিং। তার যে কণ্ঠ এবং গায়কী সেটা অদ্বিতীয়। তাই ভালো কিছু গান তৈরির চেষ্টা করেছি সাধ্যমতো। বাকিটা শ্রোতাদের বিবেচনা। ’


সম্প্রতি পুরো অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন হয়েছে কিশোরের কম্পোজস্ট্যান্ড স্টুডিওতে। অডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি থেকে বের হচ্ছে কিশোর-এলিটার অ্যালবামটি। প্রতিষ্ঠানটির কর্ণধার এসকে সাহেদ আলী জানান, শিগগিরই অ্যালবামের গানগুলো বিশেষভাবে ডিজিট্যালি মুক্তি পাচ্ছে জিপি মিউজিক অ্যাপসে। অচিরেই আসবে একাধিক গানের মিউজিক ভিডিও।  

এলিটা এর আগে মাহাদীকে নিয়ে দ্বৈত অ্যালবাম বের করে প্রশংসিত হয়েছেন। অদিতের সুর-সংগীতে তাদের ‘অন্তহীন’ অ্যালবামের গান শ্রোতামহলে দারুণ সমাদৃত।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।