ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

দার্জিলিংয়ে রণবীর কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
দার্জিলিংয়ে রণবীর কাপুর দার্জিলিংয়ে দৃশ্যধারণের সময় রণবীর কাপুর

অনুরাগ বসু পরিচালিত ‘বরফি!’ (২০১২) ছবির কাজ করতে দার্জিলিং এসেছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। একই পরিচালকের ‘জাগ্গা জাসুস’ ছবির দৃশ্যধারণের জন্য আবার দার্জিলিং এলেন তিনি।

এখানে তার বন্ধু হয়ে উঠেছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

এমনিতে কিন্তু একসঙ্গে কাজ করলেও সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সময় কাটান না রণবীর। শাশ্বত যে যেনতেন কেউ নন তা দার্জিলিংয়ে তোলা একটি স্থিরচিত্রই জানিয়ে দিচ্ছে! এতে দেখা যাচ্ছে, শাশ্বতর কাঁধে ভর করে দাঁড়িয়ে আছেন ৩৩ বছর বয়সী এই অভিনেতা।  

শাশ্বতর স্ত্রী মহুয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করেছেন। মহুয়াকে ফোন করে তাদের সন্তানের সঙ্গেও কথা বলেছেন রণবীর। তিনি এখানে কাজ করবেন মঙ্গলবার (২৬ এপ্রিল) পর্যন্ত।  

দার্জিলিংয়ে আবার এসে শহরটার প্রতি ভালোবাসার কথা জানান রণবীর। এখানকার খাবার আর আবহাওয়াই শুধু নয়, শহরের মানুষগুলোরও প্রশংসা করেন ঋষি কাপুর-তনয়।  

ছবিটির গল্প বাবাকে খুঁজে বেড়ানো এক তরুণকে ঘিরে। এতে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রূপে দেখা যাবে রণবীরকে। ‘জাগ্গা জাসুস’-এ তার বিপরীতে আছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এ ছাড়াও অভিনয় করছেন গোবিন্দ।  

‘কাহানি’র খলচরিত্রে অভিনয় করে সুনাম কুড়ানো ৪৫ বছর বয়সী শাশ্বতকে এর মাধ্যমে আবার দেখা যাবে হিন্দি ছবিতে। এটি মুক্তি পাবে জুলাই অথবা আগস্টে। এ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে রণবীরের।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।