ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মঞ্চে এলো ‘শেষ নবাব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
মঞ্চে এলো ‘শেষ নবাব’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘মেয়ে বলে কি আমি এভাবে অবহেলিত হয়ে বাচঁবো? পুরুষদের মতো আমিও পারি রাজ্যভার গ্রহণ করতে। বিচারবুদ্ধিতে আমার সমান আর কেউ নেই এ মুর্শিদাবাদে।

আমিও পারি বীরঙ্গনার বেশে যুদ্ধে যেতে। তবুও আমি আমার অধিকার থেকে সরে দাঁড়াবো না’- ঘসেটি বেগমের আর্তনাদ। তিনি হলেন নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা।

কনিষ্ঠ কন্যার পুত্র সিরাজউদ্দৌলাকে বৃদ্ধ নবাব নিজের উত্তরাধিকারী মনোনীত করলে ঘসেটি বেগম এ মনোনয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। আলীবর্দীর প্রধান সেনাপতি মীরজাফর ও সিরাজউদ্দৌলার অধিকার লাভে স্বস্তি বোধ করেননি। ঘসেটি গোপনে মীরজাফরের সঙ্গে মিত্রতা গড়ে তোলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যকার সাঈদ আহমদ রচিত ‘শেষ নবাব’ নাটকে ঘসেটি বেগম এমনই অহংকারী চরিত্র। সিরাজউদ্দৌলা, মীরজাফর, রবার্ট ক্লাইভ- এসব চরিত্রও আছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় এর উদ্বোধনী প্রদর্শনী হয়। এখানে উদ্বোধক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, শিল্পী মুস্তফা মনোয়ার ও নাট্য ব্যক্তিত্ত্ব আতাউর রহমান।

চারুনীড়ম থিয়েটারের প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। এর আয়োজন করেছে সাঈদ আহমদ ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড আর্টস (সাফকা)। তাদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংগীতমেলা
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আট দিনব্যাপী সংগীতমেলার তৃতীয় দিন ছিলো সোমবার। লোকজ আঙ্গিকের ও আধুনিক গানের পাশাপাশি দর্শক-শ্রোতারা ঘুরেছেন পছন্দের স্টলগুলোতে। এ ছাড়া দর্শকদের ভিড় ছিলো সেলফি বোর্ডকে ঘিরে। এদিন মঞ্চে সংগীত পরিবেশন করেন আলম দেওয়ান, কণিকা, শেখ মহসিন, টিনা, এহসান রাহি, সাজু, দিঠি আনোয়ার, চিত্রা প্রমুখ। ব্যান্ডের মধ্যে ছিলো তরুণ ও তপুর যাত্রী।

নৃত্য উৎসব
চিত্রশালার প্লাজায় ছিলো ক্ষুদে শিল্পীদের মনমাতানো নৃত্যানুষ্ঠান। পুরো প্লাজা জুড়ে যেন শিশুদের মিলনমেলা। আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের তৃতীয় দিনেও ছিলো জাঁকজমক নৃত্যের আল্পনা। অনুষ্ঠানে দর্শকসারিতে বসে নৃত্য উপভোগ করেছেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি নৃত্য পরিচালক মিনু হক। তার নাচের সংগঠন পল্লবীর শিশুশিল্পীরাও নৃত্য পরিবেশন করেছেন। এ ছাড়া নৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছে শান্ত মারিয়াম একাডেমি, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা), নূপুর একাডেমি, ঝংকার, ধ্রুপদীসহ বেশ কয়েকটি নৃত্য সংগঠনের শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।