ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

নিজের ছবির প্রিভিউ দেখে প্রযোজকের আত্মহত্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
নিজের ছবির প্রিভিউ দেখে প্রযোজকের আত্মহত্যা অজয় কৃষ্ণান

আত্মহত্যা করেছেন মালায়ালাম ছবির প্রযোজক অজয় কৃষ্ণান। গত ২৩ এপ্রিল কেরালার কোল্লামে থিরুমুল্লাভরমে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

প্রযোজক হিসেবে নিজের প্রথম ছবি ‘আভারুডি রাভুকাল’ নিয়ে মনমরা ছিলেন অজয়। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ছবিটির প্রিভিউ দেখার কিছুক্ষণ পর আত্মহত্যার সিদ্ধান্ত নেন অজয় কৃষ্ণান। এ সময় তার বাবা রাধাকৃষ্ণান পিল্লাই ও মা জয়কুমারি বাড়িতেই ছিলেন।

পুলিশের নাম প্রকাশের অনিচ্ছুক একটি সূত্র জানায়, ছবিটির সাফল্য নিয়ে শংঙ্কায় ছিলেন অজয়। এমনকি মা-বাবার সঙ্গেও এ নিয়ে আলোচনা করেছিলেন তিনি। ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৪ কোটি রুপি। এ কারণে আর্থিক সংকটে পড়তে হয় তাকে। এ কারণেই হয়তো আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

অজয় কৃষ্ণান প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন আসিফ আলি, উনি মুকুন্দান, আজু ভারগেস, বিনয় ফোর্ট, হানি রোজ এবং লিনা। এটি যৌথভাবে পরিচালনা করেন শানিল মুহাম্মদ ও ফিলিপস ও মাঙ্কি পেন।

প্রযোজনার আগে টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে কম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অজয় কৃষ্ণান। এ তালিকায় ছিলো পৃথ্বিরাজ অভিনীত ‘মেমোরিস’।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।