ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ক্যারিয়ার নিয়ে ‘প্রজন্ম আগামী’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
ক্যারিয়ার নিয়ে ‘প্রজন্ম আগামী’ 

ক্যারিয়ার গঠনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া চাই। এটা সবসময়ই চ্যালেঞ্জিং।

তরুণ প্রজন্ম নিজেদের জীবনে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রায়ই দ্বিধান্বিত কেন থাকে- এসব বিষয় উঠে এসেছে একটি টিভি ভ্যারাইটি শোতে। এর নাম ‘প্রজন্ম আগামী’।

বেসরকারি টিভি চ্যানেল আইয়ের ‘প্রজন্ম আগামী’র চতুর্থ পর্বটি সাজানো হয়েছে এভাবে। তৃতীয় সিজনের চতুর্থ পর্বের এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যারিয়ার গঠনে সঠিক সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ‍ও নিজেদের অভিজ্ঞতা বলবেন এভারেস্ট জয়ী বাংলাদেশী পর্বতারোহী এম এ মুহিত ও বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন সালমা খাতুন।  

অনুষ্ঠানে ‘এইম ইন লাইফ’ নামের একটি সোশ্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন বিভিন্ন জেনারেশনের প্রতিনিধিত্ব করা মানুষদের জীবনে ক্যারিয়ার বাছাইয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কীভাবে প্রভাব ফেলেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এমন কয়েকজন মেধাবী শিক্ষার্থীর সাক্ষাৎকারভিত্তিক একটি প্রামাণ্যচিত্র থাকছে এই পর্বে।  
এছাড়া ‘প্রজন্ম আগামী’তে থাকছে মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর তৈরি করা আরেকটি প্রামাণ্যচিত্র।  

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছে ব্যান্ডদল দূরবীন। এ পর্ব শেষ হবে ‘ফিউচার পারফেক্ট টেন্স’ শিরোনামের একটি সিটকম শো দিয়ে। বরাবরের মতো এ পর্বের উপস্থাপনা করেছেন আনিশা ও জুনায়েদ। বুধবার (২৭ এপ্রিল) রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘প্রজন্ম আগামী’।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।