ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ইরফান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ইরফান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্ব তারকাদের একটি বড় উদাহরণ হলেন বলিউড অভিনেতা ইরফান খান। সারাবিশ্বে তার ভক্ত ও অনুসারীর সংখ্যাটা বিশাল।

সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো বেড অফ রোজ’ ছবির দৃশ্যধারণের জন্য বাংলাদেশে এসেছিলেন ইরফান। এখানকার মানুষ ও ভক্তদের ভালোবাসায় অভিভূত হয়েছেন ‘পিকু’খ্যাত এই তারকা।

বিভিন্ন জায়গায় নতুন ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে আর সেখানেই নিজের জন্য ভক্তদের অপেক্ষা করতে দেখে অনেকটাই চমকে গেছেন ৪৯ বছর বয়সী এই অভিনেত‍া।

এ বিষয়ে ইরফানের মুখপাত্র বলেন, আপনি যখন প্রত্যাশার তুলনায় বেশি কিছু পান তা গ্রহণ করা বিশাল ব্যাপার। বাংলাদেশে এসে এমন কিছু একট‍াই হয়েছে ইরফান খানের সঙ্গে। দৃশ্যধারণের সময় এ দেশের মানুষের থেকে অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।