ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সুস্মিতার ইনস্টাগ্রাম যাত্রা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
সুস্মিতার ইনস্টাগ্রাম যাত্রা সুস্মিতা সেন

ফেসবুকের পর গত রোববার (২৪ এপ্রিল) ইনস্টাগ্রাম যাত্রা শুরু করলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। ইতিমধ্যে তার অনুসারীর সংখ্যা সাত হাজারেরও বেশি।

ইনস্টাগ্রামে দুটি ভিডিও ও একটি স্থিরচিত্র শেয়ার করেছেন বলিউডের এই অভিনেত্রী। যার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিকিনি পরে সাদা ওড়না জড়িয়ে সমুদ্রের পারে হাঁটছেন তিনি।

অপরটিতে ৪০ বছর বয়সী এই অভিনেত্রীর দত্তক দুই কন্যা রেনে ও আলিশা গান গাইছে। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইনস্টাগ্রামে এটি আমার প্রথম ভিডিও। আমার দুই রাজকন্যার এই গান যে কারও দিনকে সুন্দর করে তুলতে পারে। আমার জীবন এরা (রেনে ও আলিশা)। ’

দুই দশকের ক্যারিয়ারে ‘বিবি নাম্বার ওয়ান’, ‘দস্তক’, ‘নো প্রবলেম’, ‘ডু নট ডিসটার্ব’, ‘সময়’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ‘ফিজা’, ‘সির্ফ তুম’, ‘ম্যায় হু না’, ‘আনকাহি’, ‘ম্যায় অ্যাইসা হি হু’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ও ‘দুলহা লে গায়া’র মতো ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা। সর্বশেষ ২০১১ সালে ‘ফালতু’ ছবিতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।