ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

আইরিন তানির ছবি ‘কল্প না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আইরিন তানির ছবি ‘কল্প না’ আইরিন তানি

২০০৭ সালের কথা। রিয়াজ, পপি, শামস সুমন ও আইরিন তানি অভিনীত ‘বিদ্রোহী পদ্মা’ ছবিটি মুক্তি পায়।

বাদল খন্দকারের ওই ছবিতে নজর কেড়েছিলেন নবাগতা আইরিন তানি। দীর্ঘদিন পর দ্বিতীয় চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন তিনি।  

‘কল্প না’ নামে ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আইরিন তানি। এতে তার নায়ক ইমরান ইমু। ছবিটি পরিচালনা করবেন খান জেহাদ। এটি তার প্রথম চলচ্চিত্র। এর দৃশ্যধারণ শুরু হবে আগামী ৭ মে। ‘কল্প না’র সিংহভাগ কাজ হবে নেত্রকোনায়। কিছু অংশের দৃশ্যধারণ হবে মেহেরপুরে।  

‘কল্প না’ প্রসঙ্গে বুধবার (২৭ এপ্রিল) আইরিন বাংলানিউজকে বলেন, ‘ছবিটিতে আমি নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছি। দেশাত্মবোধক একটি গল্প থাকছে ছবিটিতে। এর পাশাপাশি নর-নারীর প্রেমও আছে। কিছু সুন্দর গানও রাখা হচ্ছে। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী। ’

টিভি নাটকের এই অভিনেত্রী আরও জানান, প্রথম ছবির পর নানা কারণে অভিনয়ে নিয়মিত হতে পারেননি। জন্মস্থান চট্টগ্রাম হওয়ায় খুব বেশি নাটকেও দেখা যায়নি তাকে। আইরিনের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘লংমার্চ’, ‘রেড সিগন্যাল’, ‘শর্টকাট’, ‘মুদ্রাদোষ’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিলো’, ‘কাহিনী সংক্ষেপ’ প্রভৃতি।

নির্মাতা খান জেহাদ জানান, দীর্ঘদিন ধরে নাটক ও মিউজিক ভিডিও তৈরি করছেন তিনি। এবার বড়পর্দায় নিজেকে প্রমাণ করতে চান তিনি। ছবিটিতে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের সংকট ও উত্তরণের গল্প বলবেন তিনি। ছবির নামের ব্যাপারে জানান, কল্পনা প্রসূত ও আশপাশের ঘটনা থাকছে গল্পে। তাই বলে এটা অবাস্তব নয়। এ কারণেই ছবির নাম ‘কল্প না’।  

‘কল্প না’ ছবিটিতে ব্যবহার করা হবে কয়েকটি গান। এর মধ্যে একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও শান। গানগুলো তৈরি করছেন মার্সেল ও মাহমুদ। শিল্পী তালিকায় আরও আছেন স্বীকৃতি ও লুৎফর হাসান।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬ 
এসও 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।