ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

‘আইসক্রিম’ ও ‘রক্ত’ একাকার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
‘আইসক্রিম’ ও ‘রক্ত’ একাকার!

চলচ্চিত্র অঙ্গনে সুবাতাস বইছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন আনুষ্ঠানিকতায় ব্যস্ত শিল্পী-কলাকুশলী ও বিনোদন সাংবাদিকরা।

এ সময়ে এসে এক ধরনের প্রতিযোগিতাও লক্ষ করা যাচ্ছে। প্রচারে এগিয়ে থাকার এই চেষ্টা চোখের পড়ার মতো। একটি চলচ্চিত্র তৈরির ঘোষণা থেকে হলে যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন আয়োজন রাখছেন সংশ্লিষ্টরা। তেমনই দুটি অনুষ্ঠান থাকছে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায়, প্রায় একই সময়ে। রাজধানীর দুই দিকে দুটি অনুষ্ঠানেই সাংবাদিকদের উপস্থিতি বিশেষভাবে কাম্য।

রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ ছবি মুক্তি পাচ্ছে শুক্রবার (২৯ এপ্রিল)। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের জন্য উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এই আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

অন্যদিকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন ছবি ‘রক্ত’র মহরত অনুষ্ঠান রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে সন্ধ্যা ৭টায়। একই দিন (২৮ এপ্রিল) ও একই সময়ে সিনেমার দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ‍উপস্থিত থাকবেন গণমাধ্যম কর্মীরা। আয়োজকদের দৃষ্টিও তাদের প্রতি। অবশ্য এ নিয়ে সাংবাদিকরাও পড়েছেন মধুর বিড়ম্বনায়।
 
নির্মাতা রনি জানান, ‘আইসক্রিম’-এর প্রিমিয়ারে রাখা হয়েছে বৈচিত্র্য। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রেড কার্পেটে হাঁটবেন ছবির পাত্র-পাত্রীরা। ৬টা ৪০ মিনিটে প্রদর্শন করা হবে ছবিটি। এরপর আইসক্রিম খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এদিকে আইসক্রিমের আদলে দাওয়াতপত্রও তৈরি করেছেন ‘আইসক্রিম’ পরিচালক।

অন্যদিকে জাজের অনুষ্ঠানে নতুন নায়ক-নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। মালেক আফসারীর পরিচালনায় ‘রক্ত’ ছবিতে শেষ পর্যন্ত কে কে থাকছেন- এ চমকের অবসান ঘটতে যাচ্ছে আজ। অনুষ্ঠানে নায়ক-নায়িকার সঠিক নাম বলে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন একজন। মহরতে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হবে রঙিন টেলিভিশন।    

এদিকে অনেকের বিস্ময়, একই দিন ও একই সময়ে ‘রক্ত’ ও ‘আইসক্রিম’-এর  আয়োজন কেবলই কাকতালীয়!

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।