ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

প্রীতম-প্রত্যয়ের ‘থ্রিজি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
প্রীতম-প্রত্যয়ের ‘থ্রিজি’ প্রত্যয় খান ও প্রীতম হাসান

সম্প্রতি কুদ্দুস বয়াতির সঙ্গে গাওয়া ‘আসো মামা হে’ গানটি দিয়ে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। এবার নতুন গান নিয়ে আসছেন তিনি।

তার সঙ্গে থাকছেন নতুন প্রজন্মের আরেক সংগীতশিল্পী প্রত্যয় খান। দু’জনের গান নিয়ে বাজারে আসবে ‘থ্রিজি’ নামের দ্বৈত অ্যালবাম।  

প্রীতম ও প্রত্যয়ের অ্যালবামটিতে ছয়টি গান থাকছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিজেদের গানের সুর ও সংগীতায়োজন করেছেন নিজেরাই। এতে গান লিখেছেন অনুরূপ আইচ, জনি হক ও জিয়াউদ্দিন আলম। ঈগল মিউজিকের ব্যানারে ‘থ্রিজি’ বাজারে আসবে শিগগিরই। ‘থ্রিজি’র আয়োজক জিয়াউদ্দিন আলম।  

অ্যালবামটি নিয়ে প্রত্যয় খান বলেন, ‘আমরা দু’জন একসঙ্গে এবারই কোনো অ্যালবামে গান করেছি। অ্যালবামের পরিকল্পনাটি সুন্দর। এখানে আমরা দু’জন দুই ধাঁচের গান করেছি। ’

প্রীতম হাসানের বক্তব্য, ‘আমার গানগুলো কিছুটা কমার্শিয়াল ধাঁচের। আমার নিজস্ব আঙ্গিক থেকে বের হয়ে গান করেছি এখানে। ’ 

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।