ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার বাগদান, হেমার অভিনন্দন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
দীপিকার বাগদান, হেমার অভিনন্দন! হেমা মালিনী ও দীপিকা পাড়ুকোন

‘দীপিকা, তোমার বাগদানের জন্য শুভকামনা রইলো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যত, সুখ ও আনন্দের জন্য প্রার্থনা করবো।

’ সম্প্রতি হেমা মালিনীর এই টুইট বিস্ময়ের জন্ম দিয়েছে।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমের সম্পর্ক কারও অজানা নয়। দীপিকা নিজেও এ কথা স্বীকার করেছেন যে, রণবীর তার ‘বয়ফ্রেন্ড’। বলিউডের এই অভিনেত্রী এখন ‘ট্রিপল এক্স’ ছবির কাজ নিয়ে টরন্টোতে। অন্যদিকে ‘বেফিকরে’র শুটিং নিয়ে প্যারিসে রয়েছেন রণবীর। তাহলে কিভাবে হলো রণবীর-দীপিকার বাগদান! হেমা মালিনী শুভেচ্ছা জানালেন কীভাবে?

এই জটের সমাধান দিলেন হেমা মালিনী নিজেই। ৬৭ বছর বয়সী এই অভিনেত্রী টুইটারে যে দীপিকার কথা লিখেছেন তিনি হলেন তার এক ভক্ত। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘না না, এই দীপিকা হলো আমার ফলোয়ার। মিস পাড়ুকোন নয়। ’  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।