ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ছবির ট্রেলারই সাত ঘণ্টা ২০ মিনিটের!(ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ছবির ট্রেলারই সাত ঘণ্টা ২০ মিনিটের!(ভিডিও) ‘অ্যাম্বিয়েন্স’ ছবির দৃশ্য

একটি ছবির ট্রেলার কতো মিনিট হতে পারে? পাঁচ মিনিট, দশ মিনিট অথবা উর্ধ্বে গেলে পনেরো মিনিট। কিন্তু সুইডিশ পরিচালক অ্যান্ডার্স ওয়েবার যা ঘটালেন তা বিস্ময়কর ও অভিনব।

সম্প্রতি ‘অ্যাম্বিয়েন্স’ নামক একটি সুইডিশ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। যার দৈর্ঘ্য ৭ ঘণ্টা ২০ মিনিট। একবার ভাবুন, ছবির ট্রেলার যদি ৭ ঘণ্টা ২০ মিনিটের হয়, তাহলে সম্পূর্ণ ছবিটি কতো ঘণ্টার! বেশি নয়, পুরো ছবিটির দৈর্ঘ্য হলো সাতশো বিশ ঘণ্টা!

ছবিটি তৈরি হয়েছে দুটি চরিত্র নিয়ে। এতে কোনো সংলাপ নেই। ২০১৪ সালে এর সংক্ষিপ্ত ট্রেলার প্রকাশিত হয়েছিলো যা ছিলো ৭২ মিনিটের। সাদা-কালো এই ছবিটি ‍মুক্তি পাবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর।

* ‘অ্যাম্বিয়েন্স’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।