ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মান ভাঙানোর গান (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
মান ভাঙানোর গান (ভিডিও)

‘আকাশজুড়ে তোমার একটা ছবি দেখতে পাই/সকাল দুপুর রাত্রি বিকেল আকাশপানে তাকাই/গোমরা মুখে তুমি বসে থাকো যে তাই/লক্ষ্মী সোনা তোমার মুখে হাসি দেখতে চাই…’ এমন কথার গান গেয়েছেন হাবিব ওয়াহিদ। এটি ব্যবহার করা হয়েছে ‘এক পৃথিবী প্রেম’ ছবিতে।

 

মনের মানুষ আইরিন অভিমান করেছে। এ কারণে উতলা প্রেমিক আসিফ নূর। গানে গানে মান ভাঙানোর চেষ্টা করে সে। ছবিতে এমন একটি পরিস্থিতিতে থাকছে ‘আকাশ জুড়ে’ শিরোনামের গানটি। এস এ হক অলিকের কথায় এর সুর ও সংগীতায়োজনও হাবিবের।  

‘হৃদয়ের কথা’খ্যাত নির্মাতা অলিকের নতুন ছবি ‘এক পৃথিবী প্রেম’ মুক্তির জন্য প্রস্তুত। সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে এই গানটি। এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে ছয় হাজার বার।

‘এক পৃথিবী প্রেম’ ছবিটিতে আইরিন ও আসিফের পাশাপাশি আরও অভিনয় করেছেন হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী প্রমুখ।  
 
* হাবিব ওয়াহিদের গাওয়া ‘আকাশজুড়ে’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।