ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ইমরান ও পিয়ার প্রেম-বিরহ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ইমরান ও পিয়ার প্রেম-বিরহ (ভিডিও) গানের দৃশ্যে পিয়া বিপাশা ও ইমরান

হাবিব ওয়াহিদের ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ গানে মডেল হয়েছিলেন পিয়া বিপাশা। এবার তাকে পাওয়া গেলো আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের সঙ্গে, তারই গানের ভিডিওচিত্রে।

‘ফিরে আসোনা’ শিরোনামের বিরহের এই গানটির ভিডিওচিত্র এখন ইউটিউবে।

ইমরানের সবশেষ একক ‘বলতে বলতে চলতে চলতে’ থেকে নেওয়া হয়েছে গানটি। স্নেহাশীষ ঘোষের কথায় এর সুর ও সংগীত ইমরানের। ভিডিওচিত্রটি তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে এটি। এতে ইমরান ও পিয়া বিপাশা হাজির হয়েছেন ‘ফিল্মিক’ স্টা

ইমরান জানান, বেশ যত্ন ও সময় নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। তার বিশ্বাস এটি ভক্তদের মন জয় করবে।

* ইমরানের ‘ফিরে আসোনা’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬  
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।