ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

তিন খানকে মেলাবেন মোদী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
তিন খানকে মেলাবেন মোদী

বলিউডের তিন খান আমির, শাহরুখ ও সালমান একসঙ্গে বড় পর্দায় কাজ করেননি ঠিক। তবে ছোট পর্দায় ঠিকই একফ্রেমে দেখা গেছে তাদেরকে।

 ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে তিনজন একত্রে অংশ নিয়েছিলেন তারা। মনোমালিন্য আর প্রতিদ্বন্দ্বিতা ভুলে তাদেরকে খুনসুটিতেও মাততে দেখা গেছে তখন।

এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলা যায়। এক ফ্রেমে আবার ধরা দিচ্ছেন আমির খান, শাহরুখ খান ও সালমান খান। তাদেরকে একত্র করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  আগামী ২৬ মে তার ক্ষমতায় আসার দুই বছর পূর্ণ হতে যাচ্ছে।

এ উপলক্ষে ইন্ডিয়া গেটে ‘জারা মুসকোরা দো’ শিরোনামের একটি জঁমকালো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এটি চলবে টানা ৮ ঘণ্টা। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

ইতিমধ্যে এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণপত্র চলে গেছে বলিউড তারকাদের বাড়িতে। স্বাভাবিকভাবে আমন্ত্রণপত্র গেছে তিন খানের বাড়িতেও। তাই ধরে নেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ফেলতে না পেরে অনুষ্ঠানে হাজির হবেন আমির, শাহরুখ ও সালমান।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।