ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিপাশার মেহেদী অনুষ্ঠান শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
বিপাশার মেহেদী অনুষ্ঠান শুরু বিপাশার মেহেদী অনুষ্ঠানের ছবি

অবশেষে বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের জীবনে এসে গেছে সেই মাহেন্দ্রক্ষণ। তোড়জোর করেই শুরু হয়ে গেছে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকত‍া।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাঙালি রীতি মেনে পূজায় অংশ নেন এই জুটি। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। যার কিছ‍ু স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিপাশার বন্ধু ড্যানি পান্ডে।

শুক্রবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের ৬৯ ভিলাতে অনুষ্ঠিত হচ্ছে, বাঙালি এই কন্যার মেহেদী অনুষ্ঠান। ‘জিসম’খ্যাত এই তারকার ছোট বোন বিজয়ীতা সেই অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর পরনে ছিলো অনুশ্রী রেড্ডির ডিজাইন করা গোলাপি রঙা লেহেঙ্গা, কানে বড় ঝুমকা এবং ফুলের গহনা দিয়ে সাজানো ছিলো নায়িকার মাথা ও হাত।      

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
বিএসকে/ এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।