ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

এক বছরে টাকা তুলেছে একটি ছবি!

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এক বছরে টাকা তুলেছে একটি ছবি! জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ

গত এক বছরে একটি মাত্র চলচ্চিত্র ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এমন মন্তব্য করেছেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তার মতে, অল্প বাজেটের ওই ছবিটি ছাড়া আর কোনো ছবি টাকা বা পুঁজি তুলতে পারেনি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘রক্ত’ ছবির মহরত অনুষ্ঠানে আব্দুল আজিজ চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ বক্তৃতা রাখেন। তিনি জানান, জাজ সব সময় সব ছবিতে ব্যবসায়িকভাবে সফল হচ্ছে এমনটা নয়। শিল্পের প্রয়োজনে ও ভালো লাগার জায়গা থেকে তার প্রতিষ্ঠান চলচ্চিত্রে বিনিয়োগ করছে। তিনি বলেন, ‘চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করলেও আমরা এর সু্বিধা নিতে পারছি না। এর জন্য আর কেউ নয়, আমরাই দায়ি’।

এ প্রসঙ্গে আজিজ আরও জানান, জাজ প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ও ‘রক্ত’ দুটিই বড় বাজেটের ছবি। এ দুটি ছবি থেকে তিনি ব্যবসায়িক সাফল্য আশা করছেন না। তিনি উল্লেখ করেন যে, ‘ডুব’ এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে বাংলাদেশ। কাজটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্য একটাই, এ সম্পর্কে সঠিক ধারনা পাওয়া।

কথা প্রসঙ্গে আব্দুল আজিজ জানান, গত এক বছরে অনেক বড় বাজেটের ছবি হয়েছে। এর মধ্যে টাকা ফেরত পাওয়া গেছে মাত্র একটি ছবিতে। সেটি হলো জাজের ‘রোমিও বনাম জুলিয়েট’। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই ছবিটির বাজেট কম ছিলো। এর পর আর কোনো ছবি চলেনি। ’ এ বাস্তবতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আলোচিত এই প্রযোজক।

আব্দুল আজিজ মনে করেন চলচ্চিত্রের দুর্দিনের জন্য চলচ্চিত্রের সংগঠনগুলো অনেকাংশে দায়ি। বিশেষ করে প্রযোজক সমিতির দায় বেশি। এই সংগঠনটি সঠিকভাবে পরিচালিত হলে চলচ্চিত্রে ইতিবাচক পরিবর্তন সম্ভব। তিনি সমালোচনা করে বলেন, ‘নেতারা শুধু মুখে বড় বড় কথা বলেন, কাজ করেন না। ’

চলচ্চিত্রের সুদিন ফেরাতে জাজের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আজিজ। কিছু কারণে জাজ মাল্টিমিডিয়া এর মধ্যে প্রজেক্টরের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ১ মে থেকে এই সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে নতুন ২০টি প্রেক্ষাগৃহ নেওয়া হচ্ছে জাজের আওতায়, এর মধ্যে আছেন সিনেপ্লেক্সও। এই হলগুলো হবে আধুনিক সুবিধাসম্পন্ন। হলগুলোতে ছবি উপভোগ করে আরাম পাবেন দর্শক- এমনটাই আশ্বাস দিয়েছেন আজিজ। এর পাশাপাশি সেন্ট্রাল কন্ট্রোলিং সিস্টেমে ছবি প্রদর্শনের ব্যবস্থাও করা হচ্ছে। আর ই-টিকেটিং নিয়েও কাজ করছে জাজ। অন্যদিকে কলকাতার কিছু হলেও প্রজেক্টর বসিয়েছে জাজ। এর সুবিধাও পেতে শরু করেছেন তারা। বিশেষ করে ‘অগ্নি-২’ ছবিটি থেকে অর্থপ্রাপ্তি জাজকে আশান্বিত করেছে।

অনুষ্ঠানে আব্দুল আজিজ ‘রক্ত’ ছবির নায়ক-নায়িকাকে পরিচয় করিয়ে দেন। তিনি জানান, ছবিটির জন্য পরী মনি মারামারি শিখছেন। অন্যদিকে প্রস্তুতি নিচ্ছেন নবাগত নায়ক রোহান। এই জুটিকে নিয়ে অাশাবাদী তিনি। অনুষ্ঠানে ‘রক্ত’র নির্মাতা মালেক অাফসারীর ভূয়সী প্রশংসা করেন আজিজ।    

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।