ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিপাশার মেহেদির ছবি (ফটো অ্যালবাম)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
বিপাশার মেহেদির ছবি (ফটো অ্যালবাম) করণ সিং গ্রোভার ও বিপাশা বসু

বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভারের মেহেদি অনুষ্ঠান হয়ে গেলো মুম্বাইয়ের একটি লাউঞ্জে। শুক্রবার (২৯ এপ্রিল) এই আয়োজনে হবু বর-কনেকে শুভেচ্ছা জানাতে ও তাদের সঙ্গে আড্ডা দিতে এসেছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা।

শনিবার সম্পন্ন হতে যাচ্ছে  তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিপাশা ও করণের মেহেদি অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেগুলোর মধ্য থেকে কয়েকটি ছবি দেওয়া হলো।


* গোলাপি লেহেঙ্গায় ফুলে ফুলে বিপাশা বসু হয়ে উঠেছিলেন ফুলকন্যা!


* মেহেদি অনুষ্ঠানের শুরুতে হবু কনের পাশে করণ সিং গ্রোভার। পাশের ছবিতে দুই বোন শিল্পা শেঠি ও শমিতা শেঠি এবং বন্ধু রকি এসের সঙ্গে বিপাশা।  


* বিপাশা বসুর হাতে মেহেদি দেখাচ্ছেন করণ সিং গ্রোভার। পাশের ছবিতে বিপাশার বোন বিজেতা বসু।  


* রাজ কুন্দ্রর সঙ্গে শিল্পা শেঠি ও বিপাশা বসুর খুনসুটি। পাশের ছবিতে হবু কনের হাসি যেন থামার নয়!


* বিপাশা বসুর বান্ধবীদের মেহেদি রাঙা হাত। পাশের ছবিতে শিল্পা-রাজ দম্পতির সঙ্গে হবু বর-কনে।

বাংলাদেশ সময় : ১১০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।