ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

প্রিন্সের জ্যাকেট নিলামে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
প্রিন্সের জ্যাকেট নিলামে

প্রয়াত পপতারকা প্রিন্স ১৯৮৪ সালে ‘পার্পল রেইন’ ছবিতে মোটরসাইকেল চালানোর সময় একটি জ্যাকেট পরেছিলেন। এটি নিলামে বিক্রি হতে যাচ্ছে।

শুক্রবার (২৯ এপ্রিল) আয়োজকরা এ ঘোষণা দিয়েছেন।  

আগামী ২৯ জুন থেকে ১ জুলাই ক্যালিফোর্নিয়ার ক্যালাব্যাসাসের প্রোফাইলস ইন হিস্ট্রি নিলাম ঘরে বিক্রির জন্য রাখা হবে এটি। ছয় সপ্তাহ আগে জ্যাকেটটি গ্রহণ করা হয়েছে।  

ছবিটিতে মোটরসাইকেল চালানোর সময় প্রিন্সের সহযাত্রী ছিলেন গায়িকা-অভিনেত্রী অ্যাপোলোনিয়া কোটেরো। কালো রঙা সাদা দাগে পূর্ণ ভি গলার মতো জ্যাকেটটির লেদারের স্লিভস আছে কনুইয়ের নিচ পর্যন্ত। এটি দেওয়া হয়েছিলো রূপসজ্জাকরকে।  

মিনেসোটায় পেইসলি পার্ক নামের বাড়িতে গত ২১ এপ্রিল ৫৭ বছর বয়সে মারা যান সাতবার গ্র্যামি জয়ী শিল্পী প্রিন্স। তার মৃত্যুর আগে আশা করা হচ্ছিলো, ৬ থেকে ৮ হাজার মার্কিন ডলারে বিক্রি হবে এ জ্যাকেট। এখন সেই মূল্য উঠতে পারে এক লাখ ডলার পর্যন্ত। ইন্টারনেটের মাধ্যমেও নিলামে এটি কেনা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।  

বাংলাদেশ সময় : ১৪১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।