ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে প্রিয়াঙ্কা ও ফাওয়াদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ১, ২০১৬
র‍্যাঙ্কিংয়ে শীর্ষে প্রিয়াঙ্কা ও ফাওয়াদ প্রিয়াঙ্কা চোপড়া ও ফাওয়াদ খান

এ বছরের মার্চ মাসের টাইম সেলেবেক্স র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে নিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।  

সেরা অভিনেত্রীর তালিকায় ১৫ স্কোর নিয়ে শীর্ষে থাকা প্রিয়াঙ্কা তার অভিনীত ‘জয় গঙ্গাজল’ ছবি ও টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের সুবাদে সেরা হয়েছেন।

হলিউডের ছবি ‘বেওয়াচ’ নিয়ে আলোচনা তো ছিলোই। এসবের সঙ্গে যুক্ত হয়েছে একটি পণ্যের বিজ্ঞাপনচিত্র।

এ তালিকায় প্রিয়াঙ্কার পর থেকে শীর্ষ দশে আছেন যথাক্রমে আলিয়া ভাট (১৪.৫), শ্রদ্ধা কাপুর (১৩.৯), কঙ্গনা রনৌত (১৩.৫), দীপিকা পাড়ুকোন (১২.৯), ক্যাটরিনা কাইফ (১২), আনুশকা শর্মা (১১.৭), সোনম কাপুর (১১.৫), কারিনা কাপুর খান (১১) ও জ্যাকুলিন ফার্নান্দেজ (১০.৯)। ফেব্রুয়ারিতে শীর্ষে থাকা ইয়ামি গৌতম নেমে গেছেন ১২ নম্বরে। তবে আলিয়া ২১ থেকে এক লাফে উঠেছেন দুইয়ে। কারিনা নতুন ঢুকেছেন প্রথম দশজনের মধ্যে।  

এদিকে ফাওয়াদের ৩৮ নম্বর থেকে একলাফে শীর্ষস্থানে ওঠার নেপথ্যে রয়েছে ‘কাপুর অ্যান্ড সানস’। সম্প্রতি মুক্তি পাওয়া ছবিটিতে দারুণ অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি। ফলে খবরেও ছিলেন। সব মিলিয়ে এবারের র‍্যাঙ্কিংয়ে ১৮ স্কোর নিয়ে অভিনেতাদের দৌড়ে এক নম্বরে আছেন তিনি।

অভিনেতাদের তালিকায় শীর্ষ দশে ফাওয়াদের পরে আছেন যথাক্রমে শাহরুখ খান (১৫.৫), সালমান খান (১৪.৮), রণবীর সিং (১৪), সিদ্ধার্থ মালহোত্রা (১৩.৯), অর্জুন কাপুর (১২.৯), আমির খান (১২), বরুণ ধাওয়ান (১১.৯), হৃতিক রোশন (১১.৫) ও অক্ষয় কুমার (১০.৮)। ফেব্রুয়ারিতে শীর্ষে থাকা আমির নেমেছেন সাত নম্বরে।  

মাসভিত্তিক তারকা জরিপ টাইমস সেলেবেক্স চালু হয় ২০১২ সালের সেপ্টেম্বরে। বিভিন্ন বিষয়ের (প্যারামিটার) ওপর ভিত্তি করে এই জরিপের ফল বের করা হয়। এর মধ্যে রয়েছে ছবির ব্যবসায়িক সাফল্য; পত্রিকা, টিভি ও অনলাইনের খবরে থাকার সামর্থ্য পণ্যের দূতিয়ালি এবং ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তারকাদের জনপ্রিয়তা। এসব বিষয়ের সম্মিলনে তারকাদের র‌্যাংক ঠিক করা হয় যাকে বলে ‘টি স্কোর’। এসব তথ্য সংগ্রহ করা হয়ে থাকে ৬০টিরও বেশি প্রকাশনা এবং আড়াইশর’ও বেশি টিভি চ্যানেল দেখে। এটাই বলিউডের প্রথম র‌্যাংকিং সিস্টেম।  

বাংলাদেশ সময় : ১১১৮ ঘণ্টা, মে ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।