ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিপাশা-করণের বিবাহোত্তর সংবর্ধনায় তারার ফ্যাশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ১, ২০১৬
বিপাশা-করণের বিবাহোত্তর সংবর্ধনায় তারার ফ্যাশন করণ সিং গ্রোভার ও বিপাশা বসু

বলিউড অভিনেত্রী বিপাশা বসু শনিবার (৩০ এপ্রিল) ঘরোয়া পরিসরে বিয়ে করেছেন অভিনেতা করণ সিং গ্রোভারকে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

এখানে এসেছিলেন বলিউডের প্রথম সারির অনেক তারকা।

বিয়েতে বিপাশা সেজেছিলেন বন্ধু লাল লেহেঙ্গা চোলিতে। করণ পরেছিলেন সাদা ধুতি। তবে বিবাহোত্তর সংবর্ধনায় তারা পোশাক পাল্টেছেন। তারকাদের অভ্যর্থনা জানানোর ফাঁকে তারা কেক কাটেন।

নবদম্পতি একে অপরকে আদর করে ‘মাংকি’ নামে সম্বোধন করেন। তাই কেকের ওপর লেখা ছিলো ‘মাংকি’।  চলুন দেখি তাদেরকে শুভকামনা জানাতে তারকাদের কে কি পরে এসেছিলেন।  

* বলিউডের খান সাম্রাজ্যের সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান ছিলেন অনুষ্ঠানের সবচেয়ে বড় দুই তারকা।  


* অমিতাভ বচ্চনের সঙ্গে তার পুত্র অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। এই দম্পতির সঙ্গে ‘ধুম টু’ ছবিতে কাজ করেছেন বিপাশা বসু। এ ছাড়া ‘প্লেয়ারস’-এ দেখা গেছে অভিষেক ও বিপাশাকে। (ডানে) ‘অল দ্য বেস্ট’ ও ‘রুদ্রাক্ষ’ ছবিতে বিপাশা বসুর সহশিল্পী সঞ্জয় দত্ত এসেছিলেন স্ত্রী মান্যতাকে নিয়ে।  


* সাদা শাড়িতে সবার নজর কেড়ে নেন সোনম কাপুর। (মাঝে) অভিনেত্রী শমিতা শেঠি এসেছিলেন তার দুলাভাই রাজ কুন্দ্রর সঙ্গে। (ডানে) ভিজে আনুশা দান্দেকার ও করণ কুন্দ্র।


* ধূসর ও সাদার মিশ্রণে পশমি শাড়িতে টাবু। চুলগুলো কাঁধ বেয়ে নেমে এসেছে একপাশে। (মাঝে) মালাইকা অরোরা খান পরেছিলেন হালকা নীল পোশাক। (ডানে) কালো ও সোনালির মিশ্রণে মেঝে ছোঁয়া লম্বা গাউনে সুস্মিতা সেন।  


* তিন দম্পতি (বাঁ থেকে) রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা, বিপাশা বসুর ‘জোড়ি ব্রেকারস’ ছবির সহশিল্পী আর মাধবন ও তার স্ত্রী সারিতা বির্জে এবং পরিচালক-প্রযোজক দিব্যা খোসলা ও টি-সিরিজের প্রধান ভুষান কুমার।  


* গাঢ় গোলাপি ও কমলার সম্মিলনে বানানো পোশাকে দর্শনীয় লেগেছে সোফি চৌধুরীকে। (ডানে) নেহা ধুপিয়া ও দিয়া মির্জাকে লাগছিলো চকচকে।  


* অতিথি তালিকায় ছিলেন ভারতের বাংলা ছবির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। (মাঝে) বিপাশা বসুর ‘বাচনা এ হাসিনো’ ছবির সহশিল্পী রণবীর কাপুর। (ডানে) আব্বাস-মাস্তান-হুসেন ‘রেস’ ছবিতে কাজ করেছেন বিপাশাকে নিয়ে।


* অভিনেতা কুনাল রয় কাপুর ও তার স্ত্রী সায়ন্তি, (ডানে) বিপাশা বসুর ‘কর্পোরেট’ ছবির পরিচালক মধুর ভান্ডারকর ও তার স্ত্রী রেনু।  

বাংলাদেশ সময় : ১৩২৯ ঘণ্টা, মে ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।