ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিপাশার বিয়ের অনুষ্ঠানে পুরনো প্রেমিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ১, ২০১৬
বিপাশার বিয়ের অনুষ্ঠানে পুরনো প্রেমিক দিনো মোরেয়া ও বিপাশা বসু

বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর প্রথম প্রেমিক ছিলেন বলিউড অভিনেতা দিনো মোরেয়া। পুরনো প্রেমিকদের মধ্যে একমাত্র তার সঙ্গেই আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন তিনি।

তাই শনিবার (৩০ এপ্রিল) প্রাক্তন প্রেমিকার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের শুরুর দিকে হাজির হন ৪০ বছর বয়সী এই তারকা।  

কালো স্যুট ও সাদা শার্টের সঙ্গে টাই পরেছিলেন দিনো। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার সুন্দরী বন্ধু বিপাশা বসু তার জীবনের নতুন পথচলা শুরু করতে যাচ্ছে, সেই যাত্রাটা দেখতে যাচ্ছি। ওর আর করণের জন্য শুভকামনা। ’

১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত চুটিয়ে প্রেম করেছেন দিনো ও বিপাশা। ২০০২ সালে ‘রাজ’ ছবিতে একসঙ্গে অভিনয়ের পর তাদের ছাড়াছাড়ি হয়। ‘গুনাহ’ (২০০২) আর ‘চেহারা’ (২০০৫) ছবিতেও জুটি বাঁধেন তারা।  

দিনো ছাড়াও বলিউড অভিনেতা জন অ্যাব্রাহাম ও হারমান বেওয়েজার সঙ্গে প্রেম করেছেন বিপাশা। অন্যদিকে দিনো এখন প্রেম করছেন ওয়েডিং প্ল্যানার নন্দিতা মাহতানির সঙ্গে।  

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, মে ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।