ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ওবামা দম্পতির সঙ্গে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মে ১, ২০১৬
ওবামা দম্পতির সঙ্গে প্রিয়াঙ্কা বারাক ওবামা, প্রিয়াঙ্কা চোপড়া ও মিশেল ওবামা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক তারকা। তার সাফল্যের ভান্ডার ক্রমেই উপচে পড়ছে! নতুন অর্জন হলো- ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের সম্মানজনক নৈশভোজে অংশ নিয়েছেন তিনি।

 

এ আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রিয়াঙ্কার। টুইটারে এ অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন তিনি। ৩৩ বছর বয়সী এই তারকা বলেন, ‘বারাক ওবামা অনেক মজার ও দারুণ মানুষ। তার ও সুন্দর মনের মিশেল ওবামার সঙ্গে দেখা করে ভালো লাগলো। নারী শিক্ষা প্রকল্পে কাজ করতে মুখিয়ে আছি। ’

অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পরেছিলেন জুহেইর মুরাদের ডিজাইন করা কালো পোশাক। তার উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে সবার। হলিউড অভিনেত্রী ও পশ্চিমা মডেলদের ছাড়িয়ে তাকে নিয়েই বেশি আগ্রহ ছিলো আলোকচিত্রীদের।  

এটাই প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে ওবামার শেষ নৈশভোজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কমেডিয়ান ল্যারি উইলমোর। এখানে প্রিয়াঙ্কার পাশাপাশি আমন্ত্রিত তারকা ছিলেন এমা ওয়াটসন, উইল স্মিথ ও জাডা পিঙ্কেট স্মিথ দম্পতি, আদ্রিয়ানা লিমা, কেন্ডাল জেনার, অ্যারেথা ফ্রাঙ্কলিন, কার্লি ক্লস, মিশেল ডকারি।  

বাংলাদেশ সময় : ১৮৫৩ ঘণ্টা, মে ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।