ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সেরা নির্মাতার পুরস্কার পেলেন তিনজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মে ১, ২০১৬
সেরা নির্মাতার পুরস্কার পেলেন তিনজন

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশীয় চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৫-২০১৬’-এর সমাপনী আয়োজনে শ্রেষ্ঠ নির্মাতার পুরস্কার পেলেন আকরাম খান, পলাশ রসূল ও আমিনুর রহমান মুকুল। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে ‘ঘাসফুল’ চলচ্চিত্রের জন্য জহির রায়হান শ্রেষ্ঠ কাহিনিচিত্র পুরস্কার পেয়েছেন আকরাম খান। প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে ‘হেফাজতনামা’র জন্য আলমগীর কবির শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পলাশ রসূল। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘অবরোধ’-এর জন্য বাদল রহমান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আমিনুর রহমান মুকুল। পুরস্কার হিসেবে এই তিন নির্মাতার প্রত্যেকে পেয়েছেন সম্মাননা ক্রেস্ট, উৎসব স্মারক এবং ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রকার ও উৎসবের জ্যেষ্ঠ জুরি সদস্য সৈয়দ সালাহউদ্দিন জাকী, আলোকচিত্রী ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

সমাপনী অনুষ্ঠানের প্রারম্ভিক আলোচনা করেন উৎসবের পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। তরুণ নির্মাতাদের আর্থিক অনুদানপ্রদানের কর্মসূচি ‘সিনেমা ফাইভ’ কর্মসূচি ঘোষণা করেন তিনি। এই কর্মসূচি থেকে বছরে পাঁচজন নির্মাতাকে চলচ্চিত্র নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করা হবে।

উৎসবটি শুরু হয়েছিলো গত বছরের এপ্রিল থেকে। ১২ মাসের এই প্রদর্শনীতে গত এক বছরে ২২০টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে জুরি কমিটির বিবেচনায় নির্বাচিত ১৩৯টি চলচ্চিত্র প্রতি মাসের শেষ শুক্রবার প্রদর্শিত হয়েছে। বছরব্যাপী এ উৎসবে ১৯৫ জন চলচ্চিত্র নির্মাতা অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময় : ১৯৫৬ ঘণ্টা, মে ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।