ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সালমা ও সুজানার গান (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মে ২, ২০১৬
সালমা ও সুজানার গান (ভিডিও) সুজানা ও সালমা

একজন গেয়েছেন, অন্যজন গানটির মডেল। সময় এখন মিউজিক ভিডিওর।

এই হিসেবে গানটি দু’জনেরই। ক্লোজআপ ওয়ান তারকা সালমার গাওয়া নতুন গানের মডেল হয়েছেন অভিনেত্রী সুজানা জাফর। তাদের সেই গানটি এখন ইউটিউবে।  

শনিবার (৩০ এপ্রিল) প্রকাশিত ‘তুমি আসবা নাকি’ শিরোনামের গানটি এখন পর্যন্ত দেখেছেন প্রায় ৪০ হাজার দর্শক। আসিফ ইকবালের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ রাজিব। ভিডিওটি তৈরি করেছেন তানিম রহমান অংশু। এটি প্রকাশ করেছে গানচিল মিউজিক।

সুজানা জানান,  নাটকের পাশাপাশি তিনি নিয়মিত ভালো মানের মিউজিক ভিডিওতে কাজ করতে সাচ্ছন্দবোধ করেন। এর আগে ন্যানসির গাওয়া ‘আমি ছুঁয়ে দিলেই’ গানের ভিডিওতে দারুণ প্রশংসা পেয়েছেন আলোচিত এই মডেল। এবার ‘তুমি অাসবা নাকি’র জন্যও ইতিবাচক মন্তব্য পাচ্ছেন তিনি। সুজানা জাফরের পাশাপাশি ভিডিওচিত্রে মডেল হয়েছেন  আশফাক রানা।

অন্যদিকে শিল্পী সালমা বলেন, “ভালো গানের ভালো ভিডিওচিত্র হলে শ্রোতারাও সুন্দরভাগে গ্রহণ করেন, ‘তুমি আসবা নাকি’ তার প্রমাণ। ” সালমা জানান, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছেন তিনি।

* ‘তুমি আসবা নাকি’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মে ০২, ২০১৬

এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।