ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

আবার উপস্থাপনায় রিয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ২, ২০১৬
আবার উপস্থাপনায় রিয়াজ রিয়াজ-ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ১১ মে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধাণমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবির জন্য বিভিন্ন বিভাগে দেওয়া হচ্ছে এই সম্মাননা।

গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ।

সোমবার (২ মে) আলাপকালে রিয়াজ বাংলানিউজকে জানান, এর আগেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন তিনি। সেখানে তার সঙ্গে সহ-উপস্থাপক ছিলেন শমী কায়সার। এবারও একজন জনপ্রিয় টিভি অভিনেত্রীর থাকার কথা।  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওইদিন সন্ধ্যায় শুরু হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।  

উপস্থাপনা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘উপস্থাপনার অভিজ্ঞতা নতুন নয়। কাজটি আমি উপভোগ করি। মান্না উৎসবে আমি সর্বশেষ উপস্থাপনা করেছি, সঙ্গে ছিলেন ফেরদৌস। আবারও চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান করবো। এটা আমার জন্য আনন্দের ব্যাপার। কারণ আমি চলচ্চিত্রেরই মানুষ। ’

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ০২, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।