ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

এক দশক পর জাহিদের সঙ্গে নোভা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২, ২০১৬
এক দশক পর জাহিদের সঙ্গে নোভা নোভা ও জাহিদ হাসান

‘আজ ১০ বছর পর জাহিদ হাসান ভাইয়ের সঙ্গে অভিনয় করছি’- সোমবার (২ মে) গভীর রাতে ফেসবুকে লিখেছেন অভিনেত্রী নোভা। ২০০৬ সালে অনিমেষ আইচের ‘প্রেম ও ঘামের গল্প’ নাটকে সর্বশেষ একসঙ্গে কাজ করেন তারা।

 

এবার ‘প্রিন্টিং মিসটেক’ নামের একটি নাটকে দেখা যাবে তাদেরকে। গ্রামীণ প্রেক্ষাপটে গল্পটা ত্রিভুজ প্রেমের। প্রিন্টিং মিসটেকের কারণে জাহিদ ও নোভার কাছে আসা এবং দূরে চলে যাওয়া। রোববার পূবাইলে এর দৃশ্যায়ন শুরু হয়। চলবে মঙ্গলবার অবধি।  

‘প্রিন্টিং মিসটেক’ লিখেছেন অরণ্য আনোয়ার, পরিচালকও তিনিই। এতে আরও অভিনয় করছেন জেনি ও দিলারা জামান।  আগামী রোজার ঈদে প্রচারের জন্য তৈরি হচ্ছে এটি।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।