ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

লিফলেট বিলি করছেন শুভ-তিশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ২, ২০১৬
লিফলেট বিলি করছেন শুভ-তিশা

শহরের পত্রিকা, গণমাধ্যম অফিস, কলেজ-বিশ্ববিদ্যালয় ও রাস্তাঘাটে গিয়ে লিফলেট বিতরণ করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ক’দিন ধরে এই মিশনে নেমেছেন তারা।

উদ্দেশ্য কী?

‘অস্তিত্ব’ নামের একটি ছবিতে জুটি বেঁধেছেন দু’জনে। ছবিটি যেন সবাই প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন- জনে জনে লিফলেট বিলি করে সেই অামন্ত্রণ জানাচ্ছেন শুভ-তিশা।   

আগামী ৬ মে ঢাকাসহ দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘অস্তিত্ব’। সোমবার (২ মে) দুপুরে শুভ-তিশার সঙ্গে বাংলানিউজ কার্যালয়ে এসেছিলেন ছবিটির পরিচালক অনন্য মামুন। এ সময় তারা বিনোদন বিভাগসহ বাংলানিউজের বিভিন্ন বিভাগের কর্মীদের হাতে লিফলেট দিয়ে ছবিটি দেখার অামন্ত্রণ জানান।

“অস্তিত্ব’র জন্য এতো খাটছেন কেন? কী আছে ছবিটিতে?” হাসিমুখে জবাব দিলেন শুভ- ‘দেখুন, এর আগে কোনো ছবির জন্য এভাবে মাঠে নামিনি ঠিক। এর একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আসলে ছবিটিতে একটি মানবিক গল্প আছে। প্রতিবন্ধী বা বিশেষ শিশুদের লুকিয়ে রাখার কিছু নেই। তারা আমাদের সমাজেরই একটি অংশ। আমার তো মনে হয় ওরা সম্পূর্ণ মানুষ, বরং কিছু কিছু ক্ষেত্রে আমরাই প্রতিবন্ধী, ওদের চোখে। ছবিটিতে কাজ করতে গিয়ে ভেতরে খুব নাড়া পেয়েছি। এ কারণেই চাই, ছবিটি সবাই দেখুন। আমাদের ভাবনার পরিবর্তন হোক। ’

শুভর সঙ্গে একমত তিশাও। লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান। তার মতে, ‘অস্তিত্ব’ বাংলাদেশের চলচ্চিত্রে সুন্দর প্রভাব ফেলবে। ছবিটিতে নিজের চরিত্রের ব্যাপারে জনপ্রিয় এই অভিনেত্রী বলেছেন, ‘শুধু এটুকু বলি, এতে আমি প্রায় নির্বাক একটি চরিত্রে অভিনয় করেছি। কিন্তু তার চোখে-মুখে লুকিয়ে আছে অনেক কথা। সেটা সিনেমা হলে গিয়ে দেখলেই বোঝা যাবে। ’

অনন্য মামুন ও সোমেশ্বর অলির যৌথ চিত্রনাট্যে ‘অস্তিত্ব’ ছবিতে আরও অভিনয় করছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা, সুব্রত, কাবিলা প্রমুখ। এটি প্রযোজনা করেছেন কার্লোস সালেহ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ০২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।