ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মৌটুসী এবার বোষ্টমী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ৩, ২০১৬
মৌটুসী এবার বোষ্টমী ‘নিরুদ্দেশ যাত্রা’ নাটকের দৃশ্যে মৌটুসী বিশ্বাস

আপাতত ফেসবুকে নেই অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। কাজে অসুবিধা হওয়ায় এই সিদ্ধান্ত তার।

তবে এটাও জানালেন, অচিরেই ফিরবেন জাকারবার্গের গড়া দুনিয়ায়। মঙ্গলবার (৩ মে) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে এই খবর দিলেন মৌটুসী। বলতে ভুললেন না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে দ্বিতীয়বারের মতো পর্দায় আসছেন তিনি। এবার সেজেছেন বোষ্টমী।     

পঁচিশে বৈশাখ কবিগুরু‌‌র জন্মদিন উপলক্ষে তৈরি হয়েছে একক নাটক ‘নিরুদ্দেশ যাত্রা’। ‘বোষ্টমী’ গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। নাটকে বোষ্টমী চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। তার সহশিল্পীরা হলেন সজল, রওনক হাসান, শশী, আবৃত্তিকার মাহিদুল ইসলাম প্রমুখ।

নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন মৌটুসী। তিনি বলেন, ‘ক’দিন আগে প্রচণ্ড গরমে মানিকগঞ্জের একটি জমিদার বাড়িতে এর কাজ করেছি। একটা দৃশ্যে আমাকে পুকুর ঘাট থেকে ওপরে উঠে আসতে হয়। গুরুদেব নামে একটি চরিত্র এ সময় আমার দিকে বাজে দৃষ্টিতে তাকায়। পরিচালকের ইচ্ছে ছিলো দৃশ্যটিতে আমাকে ভিজতে হবে না। পরে তাৎক্ষণিক সিদ্ধান্তে আমাকে জলে নামতে হয়। পরে মনে হলো যথার্থ দৃশ্যটি পাওয়া গেছে। ’

মৌটুসী এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে ‘মহামায়া’ নাটকে অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী ছিলেন আনিসুর রহমান মিলন। মৌটুসী জানান, নতুন নাটকটিতে বড় বড় সংলাপ আওড়াতে হয়েছে তাকে। বিষয়টি তার জন্য নতুন অভিজ্ঞতা। অল্প সময়ে সংলাপ রপ্তও করেছেন ঠিকঠাক।

নাটকের নির্মাতা কাওনাইন সৌরভ বলেন, ‘কবিগুরুর গল্প নিয়ে নিয়মিত নাটক পরিচালনা করছি। ভালোলাগা ও ভালোবাসা দিয়ে চেষ্টা করি। বাকিটা দর্শকরা বলতে পারবেন। ’

‘নিরুদ্দেশ যাত্রা’ তৈরি হয়েছে বাংলাভিশনের জন্য। আগামী ৮ মে কবিগুরুর জন্মদিনে এটি প্রচার হবে চ্যানেলটিতে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ০৩, ২০১৬

এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।