ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ডিরেক্টর’স গিল্ডের সদস্য অন্তর্ভুক্তি শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ৩, ২০১৬
ডিরেক্টর’স গিল্ডের সদস্য অন্তর্ভুক্তি শুরু

টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম শুরু হয়েছে। গত ২২ এপ্রিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিভিন্ন টেলিভিশন বা স্যাটেলাইট চ্যানেলে কমপক্ষে একটি প্রচারিত নাটক বা কাহিনিচিত্রের পরিচালকরা ডিরেক্টর’স গিল্ডের আবেদনপত্র ও এক কপি ছবিসহ আবেদন করতে পারবেন।

মামুনুর রাশীদকে আহ্বায়ক এবং গাজী রাকায়েতকে সদস্যসচিব করে মোট ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- আহমেদ ইউসুফ সাবের, কচি খন্দকার, সৈয়দ আওলাদ, চান্দা মাহজাবিন, এসএ হক অলিক, চয়নিকা চৌধুরী ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নতুন সদস্যপদ ছাড়াও পুরনো সদস্যদের নবায়ন কার্যক্রম চলবে আগামী ২০ মে পর্যন্ত। সবাইকে এই সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিয়ে ডিরেক্টর’স গিল্ডের সদস্য হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আবেদনপত্র প্রাপ্তি ও জমা দেওয়ার ঠিকানা- ১২১/৩, নতুন ইস্কাটন, ঢাকা।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।