ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

চার চ্যানেলে একই নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মে ৩, ২০১৬
চার চ্যানেলে একই নাটক স্পর্শিয়া ও সায়েম

বেশ কয়েক মাস পর আবার অভিনয় করলেন আরজে সায়েম। ‘সুখের তরী’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে।

তার স্ত্রীর ভূমিকায় আছেন স্পর্শিয়া।  

সায়েম বাংলানিউজকে বললেন, ‘আম্মা মারা যাওয়ার পর এবারই প্রথম নাটকে কাজ করলাম। শেষ অভিনয় করেছিলাম রোজার ঈদে। এটি মূলত শিক্ষামূলক নাটক। বিনোদনের মাধ্যমে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। ’

‘সুখের তরী’র জন্য কৃত্রিম বৃষ্টিতে ভিজতে হয়েছে সায়েম ও স্পর্শিয়াকে। এ প্রসঙ্গে সায়েম বললেন, ‘মানুষ মনে করে বৃষ্টিতে ভেজা খুব সহজ কাজ, আসলে তা না। একটি দৃশ্যের জন্য কতোবার যে বৃষ্টিতে ভিজতে হলো! এখন মোটামুটি জ্বর নিয়িই কাজ করছি। বুঝতে পারছি, সিনেমায় বৃষ্টির রোমান্টিক দৃশ্য কতোটা কঠিন হয়। ’

পূবাইলে সোমবার (২ মে) থেকে এর দৃশ্যায়ন শুরু হয়েছে। চলবে চারদিন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি হচ্ছে এটি। বিটিভিসহ চারটি চ্যানেলে প্রচার হবে এই নাটক।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ০৩, ২০১৬
জেএইচ/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।