ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

আমিরের গর্বের মোটরসাইকেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
আমিরের গর্বের মোটরসাইকেল

সামাজিক আর জাতীয় ইস্যুতেই সাধারণত বলিউড সুপারস্টার আমির খানের আগ্রহ বেশি দেখা যায়। তবে ভারতের নৌবাহিনীর প্রথম বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্তর ধাতু দিয়ে নির্মিত বাজাজ ভি১৫ মোটরসাইকেল বাজারে এসেছে জেনে এর প্রতি আগ্রহ জন্মে তার।

 

এরই মধ্যে ১৫০ সিসির মোটরসাইকেলটি কিনেছেন আমির। ৫০ বছর বয়সী এই অভিনেতা এক বিবৃতিতে বলেন, ‘বাজাজ ভি বিশেষ মোটরসাইকেল। এর সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করবো না। এর মধ্যে ইতিহাসের টুকরো জড়িয়ে আছে। ভারতের বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্তর ধাতু দিয়ে বানানো মোটরসাইকেল কেনা আমার জন্য গর্বের ব্যাপার। এক দশক ধরে এই জাহাজ ছিলো ভারতীয় সামরিক বাহিনীর গর্ব। ’

গত ফেব্রুয়ারিতে বাজাজ অটো মোটরসাইকেলটি বাজারে আনে। এরপরই এটি কেনার অর্ডার দেন। এ কথা জেনে আমিরের সঙ্গে যোগাযোগ করেন বাজাজ অটোর ব্যবস্থাপনা পরিচালক রাজিব বাজাজ। তারা ব্যক্তিগতভাবে বন্ধু। তারপর আমিরের অর্ডার দেওয়া মোটরসাইকেলটিতে যুক্ত করা হয় বিশেষ ফাংশন। রাজিব নিজে আমিরের বাড়িতে গিয়ে এই মোটরসাইকেলটি দিয়ে এসেছেন। এজন্য বেশ খুশি মিস্টার পারফেকশনিস্ট।

‘ধুম থ্রি’ ছবিতে চোরের ভূমিকায় অভিনয় করতে গিয়ে দুরন্ত গতিতে মোটরসাইকেল চালাতে দেখা গেছে আমিরকে। এবার বাস্তবেও মুম্বাইয়ের রাস্তায় হয়তো মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়বেন তিনি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ০৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।