ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

উপস্থাপনায় শর্মিলী আহমেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মে ৪, ২০১৬
উপস্থাপনায় শর্মিলী আহমেদ শর্মিলী আহমেদ

টিভি নাটকের মা হিসেবেই পরিচিত অভিনেত্রী শর্মিলী আহমেদ। বেশিরভাগ সময় মায়ের চরিত্রেই অভিনয় করেছেন তিনি।

এবার টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। বিশ্ব মা দিবস উপলক্ষে তৈরি হয়েছে ‘আমার মা, আমার পৃথিবী’। এর মাধ্যমে প্রথমবার উপস্থাপকের দায়িত্ব পালন করলেন এই গুণী শিল্পী।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী রিচি সোলায়মান, দীপা খন্দকার, ফারজানা চুমকি ও আজমেরী হক বাঁধন। তারাও প্রত্যেকেই মা। তাদের সন্তানেরাও থাকবে এ আয়োজনে। মিডিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত মা ও তাদের সন্তানদের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক উঠে এসেছে আলোচনায়। ব্যস্ততার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ ভাবনা নিয়ে মতামত প্রকাশ করেছেন অতিথিরা।

উপস্থাপনা প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন, ‘এর আগে কখনও উপস্থাপনা করা হয়ে ওঠেনি। অনুষ্ঠানটির অতিথিরা আমার সন্তানতুল্য। অতিথি আর ওদের সন্তানদের সঙ্গে আড্ডাটা দারুণ উপভোগ করেছি। ’ 

সম্প্রতি একুশে টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণ কাজ সম্পন্ন হয়। দীপু হাজরার প্রযোজনায় বিশ্ব মা দিবস উপলক্ষে আগামী ৮ মে রাত ১০টায় চ্যানেলটিতে প্রচার হবে ‘আমার মা, আমার পৃথিবী’।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।