ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ফের বরুণের ‘দুলহানিয়া’ আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মে ৪, ২০১৬
ফের বরুণের ‘দুলহানিয়া’ আলিয়া

‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র পর আবার রূপালি পর্দায় জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। এবার ওই ছবির দ্বিতীয় কিস্তিতে অভিনয় করবেন তারা।

এর নাম ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’। টুইটারে মঙ্গলবার (৩ মে) এর প্রথম পোস্টার প্রকাশিত হলো।

এ নিয়ে তৃতীয়বার জুটিবদ্ধ হলেন বরুণ-আলিয়া। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় দু’জনের। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র নতুন পর্বও প্রযোজনা করছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশনস। প্রথম পর্বের মতোই এবারের ছবিতেও আর দশজন সাধারণ ভারতীয় তরুণ-তরুণীর ভূমিকায় দেখা যাবে তাদেরকে।  

এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র ফার্স্ট লুক। এতে দেখা যাচ্ছে, গোলাপি সালোয়ার-কামিজে সাদাসিধে দুলহানিয়া আলিয়া মেলায় হাঁটছেন। মোটরসাইকেল চালিয়ে তার কাছে এসে মন কাড়েন বরুণ। এরপর বরুণের সওয়ার হন আলিয়া।

বদ্রিনাথ হলো ভারতের উত্তরাখন্ডের একটি জেলা। ছবিটির দৃশ্যায়ন হবে সেখানেই। আগেরটির মতো ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিটিও পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ১০ মার্চ।

‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র ফার্স্ট লুক :

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ০৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।