ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

জাতীয় পুরস্কার ঘরে নিলেন অমিতাভ-কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ৪, ২০১৬
জাতীয় পুরস্কার ঘরে নিলেন অমিতাভ-কঙ্গনা

ঘোষণাটা এসেছে আগেই, এবার অমিতাভ বচ্চন সেরা অভিনেতা ও কঙ্গনা রনৌত সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার হাতে পেলেন। মঙ্গলবার (৩ মে) দিল্লিতে তাদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

সুজিত সরকার পরিচালিত ‘পিকু’র জন্য পুরস্কার পেলেন অমিতাভ। ছবিটিতে  বদমেজাজি ভাস্কর ব্যানার্জি চরিত্রে অভিনয় করেন তিনি। এ নিয়ে চতুর্থবার জাতীয় পুরস্কার পেলেন বিগ বি। এর আগে ‘অগ্নিপথ’, ‘ব্ল্যাক’ ও ‘পা’র জন্য এই রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন তিনি। এবারের পুরস্কার গ্রহণের সময় ৭৩ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে ছিলেন তার স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন।

এদিকে আনন্দ এল. রাই পরিচালিত ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এ দ্বৈত চরিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর ট্রফি ঘরে নিয়েছেন কঙ্গনা। এ নিয়ে তৃতীয়বার জাতীয় পুরস্কার পেলেন তিনি। এর আগে ‘ফ্যাশন’-এ পার্শ্ব অভিনেত্রী ও ‘কুইন’-এ সেরা অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার পান কঙ্গনা। পুরস্কার নিতে ছাই রঙা পিঠ খোলা গাউন পরে এসেছিলেন ২৭ বছর বয়সী এই তারকা। ‘মার্গারিটা উ‍ইথ অ্যা স্ট্র’র জন্য স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন কালকি কোচলিন। তিনি এসেছিলেন শাড়ি পরে।  

সেরা চলচ্চিত্র ‘বাহুবলী’র পুরস্কারটি গ্রহণ করেন এর পরিচালক এসএস রাজামৌলি। স্পেশাল ইফেক্টস পুরস্কারও গেছে এর ঘরে। প্রশংসিত ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘বাজিরাও মাস্তানি’ জিতেছে সর্বাধিক সাতটি পুরস্কার। এর মধ্যে সেরা পরিচালক সঞ্জয়লীলা বানসালি ও সেরা নৃত্য পরিচালক হয়েছেন রেমো ডি’সুজা।

সেরা জনপ্রিয় ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর পুরস্কার নিয়েছেন পরিচালক কবির খান। ‘মাসান’-এর জন্য সেরা নবাগত পরিচালক নীরাজ গাইওয়ান আর সেরা হিন্দি ছবি হয়েছে ‘দম লাগা কে হেইশা’। দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন মনোজ কুমার।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ০৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।