ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

কন্যা সন্তানের মা হলেন ন্যানসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ৪, ২০১৬
কন্যা সন্তানের মা হলেন ন্যানসি ন্যানসি-ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তৃতীয়বারের মতো মা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি। বুধবার (৪ মে) বিকেলে নতুন অতিথির মুখ দেখেন তিনি।

 

ন্যানসির স্বামী জায়েদ বাংলানিউজকে জানান, ময়মনসিংহ শহরের ডেলটা হেলথ কেয়ার হাসপাতালে বিকেল ৩টা ১০ মিনিটে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ন্যানসি। মা ও সন্তান দু’জনই সুস্থ অাছেন। নবজাতিকার নাম এখনও ঠিক করা হয়নি।  

এদিকে ন্যানসির দুই মেয়ে রোদেলা ও নায়লা  নতুন বোনকে কোলে পেয়ে উচ্ছ্বসিত। নতুন অতিথির আগমনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পীর পরিবারের পাশাপাশি আনন্দের বন্যা বইছে জায়েদের পরিবারেও।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসও  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।