ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

খান উপাধি সরিয়ে ফেললেন মালাইকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মে ৫, ২০১৬
খান উপাধি সরিয়ে ফেললেন মালাইকা মালাইকা অরোরা

কিছুদিন আগে ১৭ বছরের সংসারে ইতি টেনেছেন আরবাজ খান ও মালাইকা অরোরা খান। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এবার নিজের নাম থেকে খান উপাধিটি বাদ দিয়ে দিয়েছেন মালাইকা অরোরা খান।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী আর সেখানকার আয়োজকদের তিনি অনুরোধ জানান তাকে যেনো শুধু মালাইকা অরোরা বলে ডাকা হয়। যে কথা সেই কাজ আয়োজকরা তার অনুরোধ রক্ষা করে তার নামের সঙ্গে খান যুক্ত করেননি।

অন্যদিকে বলিউডের এই অভিনেত্রীর একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘মালাইকা এখন তার ছেলেকে নিয়ে একাই থাকেন। তিনি তার নামের সঙ্গে স্বামী আরবাজ খ‍ানের উপাধি খান যুক্ত করেন না। এমনকি অনু্ষ্ঠানে যখন তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়, তিনি আয়োজকদের অন‍ুরোধ করেন তার নামের সঙ্গে খান উপাধিটি যুক্ত না করার জন্য। সেই মুহূর্তে তার নামের সঙ্গে খান ব্যবহার করা হয়নি। ’

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মে ০৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।