ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

আবরামকে নিয়ে ইডেন গার্ডেন মাতালেন শাহরুখ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মে ৫, ২০১৬
আবরামকে নিয়ে ইডেন গার্ডেন মাতালেন শাহরুখ (ভিডিও) বাবা শাহরুখ খানের সঙ্গে আবরাম খান

বুধবার (৪ মে) কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের ৩২তম ম্যাচ। এতে মুখোমুখি হয়েছিলো প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব ও শাহরুখ খানের কলক‍াতা নাইট রাইডার্স।

এদিন বাবাকে সঙ্গ দিতে ও দলকে অনুপ্রাণিত করতে মাঠে হাজির হয়েছিলো আবরাম খান।

আবরামের বয়স এখন তিন বছর। কিন্তু খেলাটি হয়তো ভালোই বোঝে সে। এ কারণে দলের জয়ে আনন্দিত হয়ে হাত তালিও দিয়েছে ছোট্ট আবরাম। এখানেই শেষ নয়, পুরো মাঠ ঘুরে বেড়িয়েছে বাবার (শাহরুখ খান) সঙ্গে। সেই মুহূর্তের কিছ‍ু স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কিং খান।

এছাড়া কলকাতার ইডেন গার্ডেনে যাবার আগে কিং খান টুইটারে লিখেছেন, ‘কলকাতায় আজ আমাদের প্রথম ম্যাচ। আমি ও ছোট্ট আবরাম নাচের মহড়া করছি। ’

৫০ বছর বয়সী এই অভিনেতা আরও লিখেছেন, ‘ম্যাচে যাওয়ার আগে বাবল বাথ (ফেনার মধ্যে গোসল করা) বাধ্যতামূলক। তা না হলে ছোট নাইট (আবরাম খান) রুম থেকে বের হবে না। ’

* আবরামের সঙ্গে শাহরুখের খুঁনসুটির ভিডিও :

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।