ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

টাইগারভক্ত দুইবোনের কাণ্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ৫, ২০১৬
টাইগারভক্ত দুইবোনের কাণ্ড টাইগার শ্রফ

কিছুদিন আগে মুক্তি পেয়েছে টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি’। এতে টাইগারের দুর্দান্ত নাচ ও অ্যাকশন মুগ্ধ করছে দর্শকদের।

ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। এ অবস্থায় ঘটলো মজার কাণ্ড।  

বলিউডের এই অভিনেতার ভক্ত ও অনুসারীর সংখ্যা কম নয়। সম্প্রতি টাইগারকে সরাসরি দেখার জন্য দুই বোন অবাক হওয়ার মতো কাণ্ড ঘটিয়েছে।

ভারতের উত্তর প্রদেশের খামনি গ্রামের বাসিন্দা ওরা। ‘হিরোপান্তি’খ্যাত এই তারকার সঙ্গে সাক্ষাত করার জন্য টাকা চুরি করে বাড়ি থেকে পালিয়ে মুম্বাই যাওয়ার চেষ্টা করে ওরা। কিন্তু গন্তব্যে যাওয়ার আগেই ধরা পড়ে পুলিশের হাতে!

এ বিষয়ে খামনির এসপি মুকুল দ্বিবেদি বলেন, ‘ওই মেয়ে দুটি গত সোমবার (২ মে) টাইগারের ‘বাঘি’ ছবিটি দেখেছিলো। এরপর মুম্বাইয়ের উদ্দেশ্যে মাঝ রাতে বাড়ি থেকে পালিয়ে যায় ওরা। একজন টেম্পু চালক ওদের পালিয়ে যেতে দেখে মঙ্গলবার (৩ মে) গ্রামবাসীকে তা জানিয়ে দেয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশের তল্লাশীতে উত্তর প্রদেশের শিভাসা এস্টেটের কাছে পাওয়া যায় দুই বোনকে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০৫, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।