ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

আজীবন সম্মাননায় আবদুল্লাহ আবু সায়ীদ ও তপন মাহমুদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ৫, ২০১৬
আজীবন সম্মাননায় আবদুল্লাহ আবু সায়ীদ ও তপন মাহমুদ আব্দুল্লাহ আবু সায়ীদ ও তপন মাহমুদ, ছবি: বিনোদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে রবীন্দ্র মেলা।  চ্যানেল আইয়ের আয়োজনে এতে সম্মাননা জানানো হবে দু’জন গুণী মানুষকে।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ।

আগামী ৮ মে রাজধানীর তেঁজগাওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে রবীন্দ্রমেলায় তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সেখানে সম্মাননাপ্রাপ্ত দুই গুণী শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের হেড অব প্রোগ্রাম আমীরুল ইসলাম জানান, এ নিয়ে ১১ বারের মতো হতে যাচ্ছে রবীন্দ্র মেলা। তবে এবারই প্রথম মেলাটি সকালে না হয়ে বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

এই আয়োজনে সম্মাননা প্রদানের পাশাপাশি থাকছে নাচ, গান, ছবি আঁকা, সিডি প্রকাশ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ০৫, ২০১৬
জেএইচ/জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।