ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ভিডিওতে অর্থহীনের ‘আলো আর আঁধার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মে ৫, ২০১৬
ভিডিওতে অর্থহীনের ‘আলো আর আঁধার’ সুমন

ক্যান্সার জয় করে গানের জগতে ফিরেছেন তিনি। প্রকাশ করছেন নতুন নতুন গান।

তিনি ‘বেজবাবা’খ্যাত গিটারিস্ট ও সংগীতশিল্পী সুমন। এবার প্রকাশ করেছেন নিজের ব্যান্ড অর্থহীনের নতুন গানের ভিডিও।

পহেলা বৈশাখে প্রকাশ হয়েছিলো তার গাওয়া রবীন্দ্রসঙ্গীতের ভিডিও ‘পুরনো সেই দিনের কথা’। সেই ধারাবাহিকতায় এবার এলো ‘আলো আর আঁধার’ গান ও ভিডিও।

বুধবার (৪ মে) রাতে সুমনের নিজস্ব ইউটিউব চ্যানেলে  গানটি প্রকাশ করা হয়। গানটিতে সুমন নিজেই মডেল হয়েছেন। এর সিনেমাটোগ্রাফার মেহেদী রহমান ইহাব। ভিডিও পরিচালনা করেছেন সুমন নিজেই।

জানা গেছে, এ বছর একাধিক অ্যালবাম ও সিঙ্গেল গান প্রকাশ করবেন তিনি। এর মধ্যে জুনে প্রকাশ পাবে তার নতুন গানের অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’। বোনাস ট্র্যাক হিসেবে থাকবে তার গাওয়া জনপ্রিয় ‘চাইতে পারো’-এর সিক্যুয়েল ‘চাইতে পারো থ্রি’।  বেজ ইন্সট্রমেন্টাল অ্যালবাম ‘সোল ফুড’ আসবে সেপ্টেম্বরে। ডিসেম্বরে আসবে ‘সুমন অ্যান্ড অনিলা-২’ নামের দ্বৈত অ্যালবামটি। এছাড়া গিটার ও বেজ ইন্সট্রুমেন্টাল অ্যালবাম ‘কফি ক্লাউড ফ্রম বাংলাদেশ’ প্রকাশ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

* ‘আলো আর অাঁধার’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ০৫, ২০১৬

এসও

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।