ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

কানে যাচ্ছেন অ্যামি জ্যাকসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ৬, ২০১৬
কানে যাচ্ছেন অ্যামি জ্যাকসন অ্যামি জ্যাকসন

কান চলচ্চিত্র উৎসবের জৌলুস লালগালিচায় আবার পা মাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বলিউডের দুই অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর। তাদের সঙ্গে এবার যুক্ত হচ্ছে অ্যামি জ্যাকসনের নাম।

প্রথমবার কানে দেখা দেবেন বলে তিনি একইসঙ্গে নার্ভাস ও উচ্ছ্বসিত।

জানা গেছে, ব্রিটিশ ফিল্মস ইনস্টিটিউটের আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন অ্যামি। এ ছাড়া সিরীয় শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে হতে যাওয়া বার্ষিক পজিটিভ প্লানেট গালা শীর্ষক নৈশভোজেও থাকবেন তিনি। এখানে বলিউডে নিজের পথচলা নিয়ে অভিজ্ঞতা বর্ণনা করবেন ২৪ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী।

কানে অ্যামি কি পরবেন? এ পরিকল্পনা জানাতে গিয়ে উত্তরে তিনি বললেন, ‘লালগালিচায় কিছু ঝুঁকিপূর্ণ পোশাক বেছে নেবো। কারণ এরকম সুযোগ জীবনে খুব কমই আসে। এ উৎসবে অংশ নিতে পারবো ভেবে আমি খুব আনন্দিত। আম‍ার স্টাইলিস্টকে নিয়ে ২৫-৩০টি পোশাকের ওপর নিরীক্ষা চালাবো। বলতে পারেন আমার শোবার ঘরে ছোটখাটো ফ্যাশন শো হয়ে যাবে। ’

বলিউড থেকে এর আগে লালগালিচায় হেঁটেছেন এমন অভিনেত্রীদের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজবেন কি-না জানতে চাইলে অ্যামি বলেন, ‘অবশ্যই। ছোটবেলা থেকেই ঐশ্বরিয়া আমার আইকন। ১৯৯৪ সালে তিনি বিশ্বসুন্দরী হওয়ার পর থেকে তার পথচলা অনুসরণ করেছি। অ্যাশই অনুপ্রেরণার আরেক নাম। আর্ন্তজাতিক অঙ্গনে বলিউডের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।