ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

গানের সম্মানী বৃদ্ধাশ্রমে দেবেন ন্যানসি (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ৭, ২০১৬
গানের সম্মানী বৃদ্ধাশ্রমে দেবেন ন্যানসি (ভিডিও) ন্যানসি-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তিন দিন আগে তৃতীয়বারের মতো মা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। তৃতীয় কন্যাসন্তানের মুখ দেখার একদিন পরই ইউটিউবে এসেছে তার গাওয়া ‘ফিরে আসো মা’ শিরোনামের একটি গানের প্রচারমূলক মিউজিক ভিডিও।

 

জানা গেছে, গানটি গাইতে অাগাম কোনো সম্মানী নেননি ন্যানসি। তিনি বলেন, ‘গানটি আমার অনেক ভালো লেগেছে। মনের খোরাক মেটাতে মায়ের জন্য গাই। এই গানে আমার প্রাপ্য অংশটুকু বৃদ্ধাশ্রমে দান করবো। ’

ভিডিওটি নির্মাণ করেছেন সোহাগ খান। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মিলন, সংগীত পরিচালনায় রাফি। ‘ফিরে আসো মা’ প্রকাশিত হয়েছে গানচিল মিউজিক থেকে।

* ‘ফিরে আসো মা’ গানের ভিডিও : 

বাংলাদেশ সময় : ১৫৩৭ ঘণ্টা, মে ৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।