ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মাকে নিয়ে বিন্দু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
মাকে নিয়ে বিন্দু মায়ের সঙ্গে বিন্দু

অভিনেত্রী আফসান আরা বিন্দু বিয়ের বেশ কয়েক মাস আগে থেকেই শুটিং থেকে দূরে আছেন। সহসা নাটক, বিজ্ঞাপনচিত্র কিংবা চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে নেই তার।

তবে মা দিবস উপলক্ষে ক্যামেরার সামনে এসেছেন এই লাক্স তারকা।  

আরটিভির ‘আমি আর মা’ নামের আলাপচারিতার অনুষ্ঠানে এবারের অতিথি বিন্দু ও তার মা। অন্য তারকাদের মতো বিন্দুর সাফল্যের পেছনেও তার মায়ের ভূমিকা বেশি। তিনি জানিয়েছেন, মেয়ের ছোট থেকে বেড়ে ওঠার নানারকম মজাদার গল্প।  

অনুষ্ঠানে আরও থাকছে বিন্দুর ছোটবেলার ছবি ও ভিডিও ফুটেজ। তানিয়া আহমদের উপস্থাপনায় ‘আমি আর মা’ প্রচার হবে রোববার (৮ মে) রাত ৯টা ৫০ মিনিটে।

বিন্দু এখন সংসারেই মনোযোগী। আসিফ অ্যাপারেলস লিমিডেটের স্বত্ত্বাধিকারী আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে সুখেই দিন কাটছে তার। ২০১৪ সালের ২৪ অক্টোবর তারা বিয়ে করেন।  

২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন বিন্দু। এরপর অভিনয় করেন তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-এ। তার অভিনীত অন্য ছবিগুলো হলো ‘জাগো’, ‘পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’।  

বাংলাদেশ সময় : ১৬০১ ঘণ্টা, মে ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।